শিক্ষার উপসচিব আ.ন.ম তরিকুল ইসলাম ও তার স্ত্রী প্রভাসক আনজুন নাহার এর সাতক্ষীরার বাড়িতে দুর্দ্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শনিবার ২৭ আগস্ট দিবাগত রাতে সাতক্ষীরার সুলতানপুরের বাড়িতে দুর্দ্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে। উপসচিব ও প্রভাসক দম্পতির ছোট ছেলে আয়ান কে নিয়ে ঢাকায় চিকিৎসার জন্য অবস্থান করায় তাদের বাড়িতে গত কয়েক দিন যাবত কেউ না থাকায় সুযোগে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স ম কাইউম।
খবর পেয়ে রবিবার সকালে উপসচিব তরিকুলের সুলতানপুরের বাড়িতে পরিদর্শনে করেন সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান। তিনি বলেন পুলিশ তদন্ত করছে। খুব দ্রুত চোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনা হবে।
এবিষয়ে, শিক্ষার উপসচিব আ ন ম তরিকুল ইসলাম জানান, আমান স্ত্রীর হাতের চুড়ি, বড় চেইন, ছেলেদের চেইন ৪ টা, কানের দূল, আংটি ৪/৫ টা ছিল।
তিনি জানান,ছেলের অসুস্থতার কারণে হঠাৎ সাতক্ষীরা থেকে ঢাকা এনেছিলাম। আমরা সরাসরি সাতক্ষীরা থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলাম। ঢাকার বাসায়ও আসতে পারিনি ছেলের অবস্থা এতো খারাপ ছিল। --------
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com