প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৮:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২২, ৯:৫০ পি.এম
“শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত
হাফিজুর রহমান শিমুলঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিনে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের তালা উপজেলার ৭০ জন শিক্ষক ও ৫ জন প্রোগ্রাম সুপার ভাইজারের মধ্যে ৩৫ জন শিক্ষক ও ৩ জন প্রোগ্রাম সুপারভাইজার মোট ৩৮ জনের ১২ দিনব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণের সমাপণী শনিবার (২৭ আগষ্ট) অনুষ্ঠিত হয়। সাস এর প্রধান কার্যালয়ে এসটি আরসি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে উক্ত সমাপণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, তালা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ ইমান আলী, নির্বাহী পরিচালক, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস), আব্দুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ ও সাস এর উপদেষ্টা। প্রশিক্ষণের কোর্স কো অর্ডিনেটর হিসাবে উপস্থিত ছিলেন হিরামন কুমার বিশ্বাস, সহকারী পরিচালক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, সাতক্ষীরা। এছাড়াও উপস্থিত ছিলেন একেএম গোলাম ফারুক, সহকারী পরিচালক, এমএফ, সাধন কুমার দাশ, সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর, এমএফ, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বি, এম হাবিবুর রহমান, মনিটরিং অফিসার মিজানুর রহমান, জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুল ইসলাম সহ সাস এর বিভিন্ন প্রকল্পের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার ঘোষিত এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে যে ১৭টি সূচক রয়েছে তার প্রায় প্রতিটির সাথে শিক্ষা জড়িত। বর্তমান সরকার বাংলাদেশ থেকে নিরক্ষরতা দূর করণের জন্য সরকারী দুটি বড় প্রোগ্রাম হাতে নিয়েছেন তারমধ্যে অন্যতম প্রোগ্রাম হচ্ছে এই আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম। তিনি এই প্রোগ্রাম বাস্তবায়নে জেলা প্রশাসকের অধিদপ্তর হতে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অতিতি বলেন, সাস এর এই প্রোগ্রাম সম্পর্কে তিনি সব সময় খোজখবর নিয়ে থাকেন এবং তিনিও ৮টি শিখণ কেন্দ্র ভিজিট করেছেন। তিনি শিখণ কেন্দ্রের শিক্ষার্থী ও কেন্দ্রের অবকাঠামো উপকরণ সবকিছু দেখে সন্তোষ প্রকাশ করেন। নির্বাহী অফিসার হিসাবে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন তিনি করবেন মর্মে জানান। সভাপতি তার সমাপণী বক্তব্যে বলেন চমৎকার পরিবেশে শিক্ষক- সুপার ভাইজারদের এই প্রশিক্ষণ আয়োজনে সাসকে ধন্যবাদ জানান। তিনিও এই প্রোগ্রামের শুরু হতে জড়িত আছেন এবং কেন্দ্র উদ্বোধন সহ বিভিন্ন সময়ে প্রোগ্রামের কাজে যোগদান করেছেন। তিনি উপজেলা পরিষদের পক্ষ হতে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সমাপণী অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব খান মোঃ শাহ আলম, কর্মসূচি প্রধান, সাস আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম শিক্ষক- সুপার ভাইজারদের ১২দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে ছিলেন মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার তালা ও মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার, আশাশুনী।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com