প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩০, ২০২২, ৩:০৯ পি.এম
কালিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালন
হাফিজুর রহমান শিমুলঃ জরুল সংগীত, কবিতা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মহা প্রয়াণ দিবস উপলক্ষ্যে কবিতা পাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট বিকাল ৪টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হল রুমে প্রেস ক্লাবের আয়োজনে ও কালিগঞ্জ শিল্পকলা একাডেমী ও সুর ঝংকর সাংস্কৃতিক পরিষদের বাস্তবায়নে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মহা প্রয়াণ দিবসে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবান্ধিক গাজী আজিজুর রহমান, সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট অভিনেতা ও নাট্য পরিচালক জি,এম,সৈকত। কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু'র সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি,এম,স্পর্স। কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফিয়া পারভীন, বীর মুক্তিযোদ্ধা এস,এম, মমতাজ হোসেন মন্টু, উপজেলা সোহরাওয়াদী পাক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম, কালিগঞ্জ উদীচি শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক শান্তি চক্রবর্তী, বিশিষ্ট নাট্য অভিনেতা সুজন ও সুভ্রা, কবিতা আবৃতি করেন উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলা দেবী মল্লিক, ঐয়েন্দ্রিলা আহমেদ তাথৈ, সংগীত পরিবেশন করেন কালিগঞ্জ সুর ঝংকার সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কণিকা সরকার, রফিকুল ইসলাম, ফারিহা তাবাসুম তনু, মনানি রায়, নুঝহাত ই রহমান অরিন, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন ও বাবলা আহমেদ, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু প্রমুখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com