হাফিজুর রহমান শিমুলঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারী সোমবার সকালে ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মোজাহার হোসেন কান্টুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক শেখ হারুর উর রশিদ, সাংগঠনিক সম্পাদক একেএম জাফরুল আলম বাবু, সদর আওয়ামীলীগে সভাপতি এসএম শওকাত হোসেন, জেলা আওয়ামীলীগ নেতা মাষ্টার নরিম আলী, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব খান আসাদুর রহমান, প্রবীন আওয়ামীলীগ নেতা জিন্নাত আলী মাষ্টার প্রমুখ। বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের নেতৃবুন্দসহ ১২টি ইউনিয়নের সভাপতি/সাধারন সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নের ২৪১জন কাউন্সিলরদের ভোটের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান প্রার্থীতা বাছাই প্রক্রিয়ায় সম্পন্ন হয়। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি‘র সভাপতিত্বে ১০৮টি ওয়ার্ডের ২৪০জন ও উপজেলা কমিটির ২জন কাউন্সিলরসহ ২৪২ জন ভোটারের মধ্যে ২৩৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই প্রতিদ্বন্দিতাপূর্ন নির্বাচনে ২জন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন এবং ৭টি ভোট নষ্ট হয়েছে। এ ভোটে কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী পেয়েছেন ৭২ ভোট, প্রয়াত উপজেলা চেয়ারম্যানের বড় ছেলে মেহেদী হাসান সুমন পেয়েছেন ৭২ ভোট, দুই জনের নিকটতম প্রতিদ্বন্দি উপজেলা আ‘লীগের সাবেক যুগ্ন সম্পাদক এনামুল হোসেন ছোট পেয়েছে ৬২ ভোট। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুজ্জামান জামু ১৪ ভোট ও সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান পেয়েছেন ১২ ভোট।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com