মোকাদ্দেস হোসেন জাহিদঃ টাঙ্গাইলের গোপালপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) আওতায় ন্যায্য মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পৌরশহরের ৩টি পয়েন্টে চাল বিক্রির শুভ উদ্বোধন করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার আব্দুল্লাহ ইবনে হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শন কর্মকর্তা মো. আবু সাইদ মোল্লা, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. এখলাছ মিয়া, পাট উন্নয়ন কর্মকর্তা আবুল বাসার, পৌর প্যানেল মেয়র মো. নাসির, পৌর কাউন্সিলর নাসিরুল আলম শিকদার ও মঈন উদ্দিন বাবু, সংশ্লিষ্ট পয়েন্টের ডিলারসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস জানায়, পৌরশহরের কোনাবাড়ী বাজারের ডিলার শাহীন সিদ্দিকী, ডুবাইল বাজারের ডিলার রফিকুল ইসলাম রঞ্জু এবং সুতি কালীবাড়ি বাজারের ডিলার মো. আসাদুজ্জামান সোহেলের মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) এ চাল বিক্রিয় করা হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com