✍️নলতা হাইস্কুলের লেখক সাহিত্যিক✍️ পর্ব- ১২
🟤 ইকবাল মাসুদ (১৯৬৯-)
ইকবাল মাসুদ বাংলাদেশে মাদক বিরোধী আন্দোলনের অন্যতম কারিগর। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কতৃক গঠিত জাতীয় মাদক বিরোধী কমিটি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কতৃক গঠিত মাদক বিরোধী জাতীয় টাস্কফোর্সের সদস্য। তিনি ইন্টারন্যাশনাল সার্টিফাইড এডিকশন প্রফেশনাল কোর্সের গ্লোবাল মাস্টার ট্রেইনার।
ইকবাল মাসুদের জন্ম ১৯৬৯ সালের ২ অক্টোবর, সাতক্ষীরা জেলার সখিপুরে। তার পিতা মো. আব্দুল মজিদ ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক। ১৯৮৬ সালে ইকবাল নলতা হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন।
এরপর ঢাকা কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে লিডারশীপ অব ড্রাগ কন্ট্রোল বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি এখন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক সাপ্লাই হিসেবে কর্মরত।
এসব পরিচয়ের বাইরে তার লেখক সত্তা রয়েছে। ছাত্রজীবনেই তার লেখালেখির হাতেখড়ি। কলেজে পড়ার সময় বিভিন্ন সাময়িকীতে কবিতা লিখেছেন। বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার ডজনখানিক প্রবন্ধ নিবন্ধ রয়েছে। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে তার বেশ কিছু নিবন্ধ প্রকাশিত হয়েছে।
তার প্রকাশিত গ্রন্থাবলীর মধ্যে অন্যতম-
- মাদক নির্ভরশীলতার জানা- অজানা কথা
- আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠা ও মানব কল্যাণের৷ আত্মদর্শন
- তামাক ছাড়ুন সুস্থ্য থাকুন।
তথ্যসূত্রঃ খানবাহাদুর আহ্ছানউল্লাঃ ইনস্টিটিউটের পরিচালক প্রভাষক মনিরুল ইসলাম প্রিজম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com