প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৩:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২২, ৫:৫২ পি.এম
কালিগঞ্জ প্রেসক্লাবে মত বিনিময় করলেন জেলা পরিষদের সদস্যা পদপ্রার্থী ফাতিমা খাতুন রিক্তা
হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে সদস্যা পদে এবার প্রার্থীতা ঘোষণা করে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুব মহিলালীগের জনপ্রিয় সভানেত্রী ফাতেমা খাতুন রিক্তা। কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু'র সঞ্চালনায় সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে মতবিনিময় করে নির্বাচনে অংশ নেয়ার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে ভোটার সাধারণদের জানান দেন তিনি। মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি জানান, আসন্ন সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচনে সদস্যা পদে বিজয়ী হলে এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ ভুমিকা রাখার প্রত্যয়ে নিয়ে বলেন আমি সেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন সময় দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। কিন্তু জনপ্রতিনিধি না হওয়ায় উন্নয়নমুলক কাজে সেভাবে অংশ নিতে পারিনি। এলাকার উন্নয়নের স্বার্থেই এই নির্বাচনে আমার অংশ নেয়া। আমি আমার দলের নেতাকর্মীদের পাশাপাশি দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগীতা প্রার্থনা করছি। আমি গনমাধ্যম কর্মীদের লেখনীর মাধ্যমে সকলের আন্তরিক সমর্থন চাই। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু প্রমুখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com