মোঃ শামীম আহমেদ ।।
মাননীয় পুলিশ সুপার, পটুয়াখালী জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আহম্মদ মাঈনুল হাসান ও সহকারী পুলিশ সুপার,বাউফলঢণ, জনাব শাহেদ আহম্মেদ চৌধুরী মহোদয়ের তদারকিতে এবং পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আবদুস সালাম, অফিসার ইনচার্জ, দুমকিথানা, পটুয়াখালী এর নেতৃত্বে দুমকি থানার এসআই (নিঃ) মোঃ রাজিব, সংগীয় এসআই সাকায়েত,এএস আই রুবেল, এএসআই অসীম,এএসআই আরিফ অদ্য ০৬-০৯-২০২২ খ্রিঃ তারিখ বেলা ৩.১৫ ঘটিকার সময় দুমকি থানাধীন চরগরবদী ফেরিঘাট এলাকা হইতে আসামী ১।মো হানিফ বেপারী(২০) পিতা- আলমগীর বেপারী, সাং ডনডনিয়া, ২।মোঃ রনি মৃধা(২১) পিতা দেলোয়ার মৃধা,সাং পশ্চিম লক্ষীপুর, ৩।মোঃ সোহাগ হোসেন(৩০) পিতা- মোঃ বিল্লাল হোসেন,সাং পশ্চিম লক্ষীপুর সর্বথানা- দশমিনা, জেলা- পটুয়াখালীদের পরিহিত প্যান্টের পকেটে আলাদা আলাদা(৩০০+৩৫০+৩০০) মোট ৯৫০( নয়শত পঞ্চাশ পিচ) ইয়াবা উদ্ধার করেন।উদ্ধারকৃত ইয়াবার মুল্য-২৮৫,০০০/- টাকা, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হইয়াছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com