প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৭:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২২, ৭:৫৮ পি.এম
গলাচিপায় দগ্ধ ফাহিমার চার দিন পর মৃত্যু
ইশরাত মাসুদ পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় আগুনে দগ্ধ ফাহিমা বেগম (৩০) চার দিন পর শুক্রবার সকাল ১০টায় ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা যান। নিহত ফাহিমা সদর ইউনিয়নের রতনদী গ্রামের ব্যবসায়ী মো. আল আমিনের স্ত্রী। গত সোমবার গলাচিপা শহরের গোডাউন রোডের ভাড়া বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ফাহিমা দগ্ধ হন। এসময় ফাহিমাকে বাঁচাতে গিয়ে স্বামী আল আমিনও অগ্নিদগ্ধ হন। ফাহিমাকে প্রথমে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেয়া হয়। পারিবারিকসূত্রে এসব তথ্য নিশ্চিত করা গেছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, দগ্ধ ফাহিমার মারা যাওয়ার খবরটি শুনেছি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com