প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২২, ২:০২ পি.এম
সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রয়াত সম্পাদকমন্ডলীর স্মরণ সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা প্রতিনিধি, হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর আয়োজনে পত্রিকার প্রয়াত সম্পাদকবৃন্দের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নূর ইসলাম এর সভাপতিত্বে শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। সাতক্ষীরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক আনিছুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ মহিদার রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক লায়লা পারভীন সেজুতি, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক তারেকুজ্জামান খাঁন, নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, দি এডিটরস্ এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, দৈনিক আজকের সাতক্ষীরার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবীর, সাপ্তাহিক সুর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খাঁন চৌধুরী, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, শীবপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নিরাপদ সড়ক চাই এর জেলা সভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম, মাদ্রাসার সুপার রমজান আলী প্রমুখ। স্মরণ সভায় দৈনিক পত্রদূত পত্রিকার সম্পাদক আলহাজ্ব শহীদ সম আলাউদ্দীন, দৈনিক কাফেলার সম্পাদক আব্দুল মোতালেব, সাপ্তাহিক দখিনায়ন পত্রিকার সম্পাদক মুফতি আব্দুর রহিম কচি, দৈনিক অনিবার্ণ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহাসীন হোসেন বাবলু ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীার সম্পাদক কে এম আনিছুর রহমান স্মৃতিচারণ ও তাদের পরিবারের প্রতিনিধিদের হাতে মরোণত্তোর সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দসহ বিভিন্ন সাংবাদিক এবং সূধীবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com