বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হলেন র্যাবের মহাপরিচালক অ্যাডিশনাল আইজি(গ্রেড-১) জনাব চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিপিএম, পিপিএম। তিনি অষ্টম বিসিএস(পুলিশ) ক্যাডারে উত্তীর্ণ হয়ে ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়ার সদর সার্কেল এএসপি, সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেল এএসপি, চাঁদপুরের হাজীগঞ্জ সার্কেল এএসপি, চাঁদপুরের অতিরিক্ত এসপি, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার(এডিসি), ডিএমপির উপ-কমিশনার (ডিসি), নীলফামারী জেলার পুলিশ সুপার(এসপি) এবং পুলিশ সদর দপ্তরের এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে তিনি ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, ডিআইজি পদে পদোন্নতি পেয়ে তিনি পুলিশ সদর দপ্তরে ডিআইজি(অপারেশনস), ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি এবং ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত আইজি পদে পদোন্নতি পাওয়ার পর ২০১৯ সালের ২৮ আগস্ট তাকে সিআইডির প্রধান(অতিরিক্ত আইজি) হিসেবে নিয়োগ প্রদান করা হয়। ২০২০ সালের ৮ এপ্রিল তাকে র্যাবের মহাপরিচালক(অতিরিক্ত আইজি) হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি ১৯৬৪ সালের ১২ই জানুয়ারি সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যে ভিশন বাস্তবায়ন করছেন, নব নিযুক্ত আইজিপির হাত ধরে বাংলাদেশ পুলিশও যেন সেই অগ্রযাত্রায় আরো দৃঢ়ভাবে শামিল হতে পারে। আইজিপি যেন মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড হয়ে দেশের প্রতিটি মানুষের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com