কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জে রাতের আঁধারে চলছে উপজেলা এলাকার চিহ্নিত নামিদামী জুয়াড়ীদের অংশগ্রহনে জুয়ার আঁসর। স্থানীয় জনপ্রতিধিকে ম্যানেজ করে এবং প্রশাসনকে মাসিক মাশোয়ার দিয়ে প্রতিরাতে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলার আঁসর চলছে কালিগঞ্জের গৌরা খালি নামক বিলের মৎস্যঘেরে। এমনিভাবে উপজেলা বিভিন্ন স্পটে জুয়া আঁসর বসছে। অনুসন্ধানে জানাগগেছে, স্থানীয় জনপ্রতিধি ও কতিপয় নেতাদের পরোক্ষ-প্রত্যক্ষ সহযোগিতায় বছরের পর বছর ধরে এই জুয়ার আসর চলে আসছে নির্বিঘ্নে। কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের গৌরা খালির বিলে মৎস্য ঘেরের বাসায় রাতের আঁধারে বসে প্রতিনিয়ত এই জুয়ার আসর। সূত্র মতে, প্রতিরাতে মোটা অংকের টাকার চুক্তিতে কতিপয় অসাধুু ব্যাক্তিবর্গের মদদে প্রতিদিন বসে জুয়ার আসরটি। উপজেলার কদমতলা,রতনপুর, বাজারগ্রাম, ভাড়াশিমলা, নলতা, কৃষ্ণনগর, বিষ্ণুপুর ও আশাশুনী উপজেলার শ্রীউলা, মহিষপুর, গাজীপুর, চান্দুলিয়া, হাঁড়িভাঙ্গাসহ বিভিন্ন এলাকা থেকে জুয়াড়ীরা জড়ো হয় এই
আসরে। এজন্য জুয়া খেলা এলাকায় ১০/১২ জনের সক্রিয় একটি দালাল চক্র রয়েছে। তারা কার্ড দিয়ে খেলোয়াড়দের ওয়াপদার ভেঁড়িবাধ থেকে
নিয়ে যায় আস্তানায়।। জেলার বড় বড় ব্যবসায়ীরা আসেন এখানে জুয়া খেলতে। খেলাটির আয়োজকদের কাছে জানতে চাইলে প্রতিনিধিকে তারা বলেন পুলিশের ঊর্ধ্বতনরা অনেকেই বিষয়টা জানেন, নিয়মিতভাবে মাসিক মাসোহারা দিতে হয়, যেটার চুক্তি রয়েছে । আরও জানাগেছে, খেলাটির আয়োজক স্থানীয় ঘের মালিক সহ কতিপয় ব্যক্তি, তারা বেশ প্রভাবশালী ও উপজেলা এলাকার চিহ্নিত দালাল। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানকে মুঠোফোনে যোগাযোগ করলে বিষয়টি জানেন না বলে এ প্রতিনিধিকে তিনি জানান । তবে এমন অভিযোগের সত্যতা পেলে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com