প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৪:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২২, ১১:০৭ এ.এম
সাতক্ষীরার নলতা কাশিবাটীতে মাঠ দখল করে স্থাপনা, উচ্ছেদের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রভাষক মনিরুজ্জামান, নলতা, কালিগঞ্জ,সাতক্ষীরা থেকে :
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা ইউপির কাশিবাটী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে অবৈধ স্থাপনা অপসরণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
২৫ সেপ্টেম্বর রবিবার বেলা ১২ টায় কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার শামসুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কাশিবাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গাজী মিজানুর রহমান, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নুরুজ্জামান, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রুহুল আমিন, আশরাফুল ইসলাম, শেখ বেলাল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন-ভুমিদস্যু রমজান মীর ও নজরুল মীর কর্তৃক অবৈধভাবে কালিগঞ্জের কাশিবাটী মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে বাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিষেধ করার শর্তেও তারা গয়ের জোরে খেলার মাঠ দখল করে বাড়ি নির্মান করেছেন। যা খুবই দুঃখজনক। সাতক্ষীরার ছেলে মেয়েরা যখন দেশের বাহিরে খেলাধুলায় সুনাম বয়ে আনতে শুরু করেছে। সেই সময় স্থানীয় রাজনৈতিক প্রভাব খাটিয়ে খেলার মাঠ দখল করে এ ধরণের কাজে লিপ্ত হয়েছেন রমজান মীর ও নজরুল মীর।
বক্তরা স্বণামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তথা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ছেলে-মেয়েদের মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে জবরদখলকৃত খেলার মাঠটি দ্রুত দখল মুক্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com