তাঁকে নিয়ে লেখা হয়নি এককভাবে কোন পুস্তক, বানানো হয়নি কোনো সিনেমা, অবশ্য একটা গান রচিত হয়েছে, তবে খুব জনপ্রিয় সেই গানটির লেখক হিসাবে আমরা জানি অন্য এক জনের নাম ...
১৮৫৭ সালের ৮ ই এপ্রিল বারাকপুরে মঙ্গল পান্ডের ফাঁসি কার্যকর করা হয়। সেই সাথে ৩৪ নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি বাহিনীকে ছোট ছোট ভাগ করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বদলী করা হয়। চট্টগ্রামে আগে থেকেই ৩৪ নম্বর দেশীয় পদাতিক বাহিনীর ২, ৩ ও ৪ নং কোম্পানি মোতায়েন ছিলো, তাদের সঙ্গে বারাকপুর থেকে বদলী হয়ে সৈন্যদল যোগ হয়। এদের মাধ্যমেই ইংরেজদের নানান অত্যাচার অবিচারের কথা এ্যানফিন্ড রাইফেলের তথ্য, বিভিন্ন স্থানে নির্বিচারে নারী শিশু গণহত্যা সর্বপরী ১০০ বছরের দুঃশাসনে সবাই ফুঁসে উঠতে থাকে। বারাকপুর বিদ্রোহের পর চট্টগ্রাম পাহাড়তলী প্যারেড গ্রাউন্ডে প্রতিদিনের প্যারেডে কোম্পানির ক্যাপ্টেন পিএইচকে ডিউল ইংরেজ দৃষ্টিভঙ্গিতে বিদ্রোহের বর্ণনা এবং এর ভয়াবহ পরিণতি সম্পর্কে ভাষণ দিতেন। কিন্তু কড়া ভাষন দিয়ে ফুঁসে সৈন্যদের অন্তরের আগুণ দাবিয়ে রাখা যায় নি, উপর উপর আনুগত্য দেখালেও নিজেদের মধ্যে গোপন শলা পরামর্শ ঠিকই চলতে থাকে। ১৮৫৭ সালের ১৮ নভেম্বর রাতের ভোজনশেষে রাত ৯ টায় বিদ্রোহের আগুণ জ্বলে উঠে পাহাড়তলী সংলগ্ন প্যারেড গ্রাউন্ড সেনা ছাউনিতে…
স্বাধীনতাকামি বিদ্রোহী সৈনিকেরা গুলি ছুড়ে বিদ্রোহের জানান দেন। তারা লালদিঘীর নিকটস্থ বন্দীশালার তালা ভেঙ্গে মুক্ত করেন দু'শতাধিক স্বাধিনতা সংগ্রামীকে। অন্য আরেকটি দল অস্ত্রাগার ও কোষাগার দখলে নেন। সেখান থেকে যতটা সম্ভব অস্ত্র নেবার পর ক্ষোভের আগুণে জ্বালিয়ে দেয়া হয় অস্ত্রাগার, কোষাগার থেকে পাওয়া যায় তিন লক্ষাধিক টাকা। দখলে নেয়া হয় তিনটি হাতি ও দুটি ঘোড়া। বিদ্রোহের সূচনা করলেন ৩৪ নম্বর নেটিভ পদাতিক বাহিনীর হাবিলদার রজব আলী খাঁ….
যিনি হাবিলদার রজব আলী নামেই পরিচিত, সন্দ্বীপে জন্মগ্রহণকারী এই বীর সেনা তরুন বয়সে সৈনিক পদে যোগদেন এবং কর্মদক্ষতায় ৪ নং কোম্পনির হাবিলদার পদে উন্নিত হন। নেটিভ কোম্পানির ১২০ জন হাবিলদারের মধ্যে তিনি একজন। সেদিন সংঘর্ষে কয়েকজন ইংরেজ সৈন্য হতাহত হলে চরম আতংক নেমে আসে ইষ্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবদের মাঝে। আতংকগ্রস্থ হয়ে তারা জাহাজে আশ্রয় নেয় এবং তীর থেকে দূরে সরে জাহাজ সমুদ্র বক্ষে অবস্থান নেয়। হাবিলদার রজব আলীর নেতৃত্বে ৩০ ঘন্টার জন্য ইংরেজ শাসনমুক্ত হয় চট্টলা..
চলমান সিপাহী বিদ্রোহের মাঝেই ইংরেজদের কাছে নতুন গজব হয়ে দেখা দেন হাবিলদার রজব
...
* আগামী পর্বে সমাপ্য
©Hasan Hafizur Rahman
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com