ফরিদুল কবির, কালিগঞ্জ থেকে।। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা। আর মাত্র কয়েকটা দিন বাকি। কালিগঞ্জে দেবী দুর্গাকে বরণ করতে ৫২টি পূজামন্ডপ প্রস্তুুত করা হয়েছে। তার মধ্যে উপজেলার মৌতলা- পরমানন্দকাটী সার্বজনীন দুর্গা মন্দির অন্যতম। প্রতি বছরই অভিনবত্বের ছোঁয়া থাকে এই মন্দিরে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শারদীয়া দূর্গোৎসব উৎযাপনে পরমানন্দকাটী সার্বজনীন দুর্গা মন্দিরে বর্ণিল সাজ-সজ্জার কাজ চলছে। দেবী দূর্গার আগমনে নতুন করে সাজানো হচ্ছে মন্দির প্রাঙ্গন। মন্দিরের আকর্ষনীয় বৈচিত্রময় দৃশ্যাবলীর মধ্যে ২৮টি ষ্টলে ১৪১টি প্রতীমার শৈল্পিক রূপ দেয়ার জন্য ব্যস্ত সময় পার করছেন কারু ও প্রতিমাশিল্পীরা। মন্দিরের আকর্ষনীয় দৃশ্যাবলীর মধ্যে দেবীর গজে আগমন, রাম, লক্ষণ ও হনুমান, রাবণ কর্তৃক সীতা হরণ, রাণীর কৈকেয়ীর ষড়যন্ত্রে শ্রী রামচন্দ্রের বনবাস যাত্রা, কালিলাগাভী দুগ্ধ দোহনের বাস্তব দৃশ্য, মহাবলী হনুমানদ্বয়ের সমুদ্র বন্ধন, শ্রী কৃষ্ণের কালিয়ানাগ দমন, রাধা কৃষ্ণের লীলায় অষ্ট সখী, সখীদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রী কৃষ্ণ লীলা করেন, নীধুবনে শ্রী রাধিকার কৃষ্ণ কালী পূজার বাস্তব দৃশ্য, বাস্তবে রাধা কৃষ্ণের দোলায় দোলা, সাধক রাম কৃষ্ণের কালী ভক্তি, মৃত যবন হরিদাসকে নিয়ে মহাপ্রভুর স্বর্গ অভিমুখ, নারায়ণের নাভীপদ্ম হইতে ব্রক্ষার উৎপত্তি, স্বর্গ হইতে মর্ত্তের উদ্দেশ্যে গরুড়ের পিঠে লক্ষী নারায়ন সমুদ্র মন্থনে দেবতাদের অমৃত সুধা পান, কংশকে মা দুর্গার দৈব বাণী, মূল মন্দিরে মহা মায়ের স্বর্গময়ী রুপ, বামন অবতার, কল্কি অবতার, মৎস্য অবতার, নৃসিংহ অবতার, বরাহ অবতার, বুদ্ধ অবতার, কূর্ম অবতার, পরশুরাম অবতার, শ্রী কৃষ্ণের নৌকা বিলাস ও দেবীর নৌকায় গমণ। এবছর মন্দিরের বিশেষ আকর্ষণ শিবের জটা হইতে গঙ্গা সৃষ্টি বাস্তব দৃশ্য। মৌতলা পরমানন্দকাটী সার্বজনীন পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র ভাইয়া জানান, প্রতি বছরের ন্যায় এবছর ৫১তম তম বার্ষিকী সার্বজনীন দূর্গা পূজা এই মন্ডবে অনুষ্ঠিত হবে। পূজা মন্দিরে প্রতিমা তৈরি শেষ। এখন মন্ডব সাজসজ্জা, আলোকসজ্জা ও ডেকোরেটরের কাজ চলছে। এদিকে কালিগঞ্জ থানা সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানসহ মন্ডবে বিশেষ নজরদারি ও দায়িত্বে থাকবে। প্রত্যেক পূজা মন্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা থাকবে। শাস্ত্রমতে এবছর দেবী দূর্গার আগমন ঘটবে গজে অর্থাৎ হাতীতে, যাবেন নৌকায় চড়ে। আগামি ১ অক্টোবর শুরু হওয়া এই আয়োজন ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com