মোঃ ছাবির উদ্দিন রাজু ।।
ভৈরবে পাদুকা ব্যবসায়ী অহিদুর রহমান মুরাদ কে জোর
পূর্বক তুলে নিয়ে এলোপাথাড়ী ও বেধড়ক মারপিট করে বাম পা ভেঙে দিয়ে গুরুতর জখম ও
হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী সৌরভ ও তার সাঙ্গ-পাঙ্গদের বিরুদ্ধে । শুধু
তাই নয় তার কাছ থেকে ব্যবহৃত একটি স্মার্ট ফোন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে
নিয়ে নানাভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায়
আহত মুরাদের ভাই দৈনিক গণ মানুষের আওয়াজ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ( বিএমএসএফ)ভৈরব শাখার সাধারন সম্পাদক ও গণমাধ্যম কর্মী
মোস্তাফিজুর রহমান ওয়াসিম বাদী হয়ে গতকাল বুধবার মোহাম্মদ আলী সৌরভ ও আঃ
রউফসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের
করেছেন । অভিযোগ দায়েরের পর প্রতিপক্ষ মোহাম্মদ আলী সৌরভ ও আঃ রউফের লোকজন
মামলার বাদী ও গণমাধ্যম কর্মী মোস্তাফিজুর রহমান ওয়াসিম ও তার পরিবারকে নানাভাবে
ভয়বীতি ও হত্যার হুমকি প্রদান করছে বলে ও লিখিত অভিযোগে জানাযায় ।
সাংবাদিক মোস্তাফিজুর রহমান ওয়াসিম জানায়, গত ১৩ মাস পূর্বে পাদুকা
ব্যবসায়ী অহিদুর রহমান মুরাদ পাদুকার চায়না মেশিন কেনার জন্য মোস্তাক আহমেদ কে ৫২ লাখ
টাকা দেয় । সে সময় ভৈরবপুর মনু বেপারী বাড়ির মোহাম্মদ আলী সৌরভ আহত অহিদুর
রহমান মুরাদের কাছ থেকে পাদুকা ব্যবসা করার জন্য বিভিন্ন সময় পরামর্শ নেন । সে
সুবাদে মুরাদের সাথেমোহাম্মদ আলী সৌরভের সম্পর্ক গড়ে উঠে । দীর্ঘ ১৩ মাস পার
হলেও মোস্তাক আহমেদ মেশিন কিনে না দেয়ায় । গত ২৭ সেপ্টেম্বর দুপুরে মোস্তাক
আহমেদকে ফোন করে তাগাদা দেওয়ায় মোস্তাক আহমেদ মোহাম্মদ আরী সৌরভের কথা
বলে ভয় দেখায় । এর কিছুক্ষণ পর মোহাম্মদ আলী সৌরভ, মোস্তাক আহমেদের পক্ষ নিয়ে
ফোন করে হত্যার হুমকি দেয় । এদিন রাতেই অভিযুক্ত আঃ রউফ পূর্ব পরিকল্পিতভাবে মুরাদকে
হত্যার উদ্দেশ্যে ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল মনসুরের
বাসার সামনে থেকে মুরাদকে অনুরোধ করে মোটরসাইকেল যোগে তাকে বাড়ি
পৌছে দিতে । মুরাদ তাদের কৌশল বুঝতে না পেরে মোটরসাইকেলযোগে কমলপুর
নিউটাইনমোড়ে এলে তাকে ভিতরে নিয়ে যেতে বলে । কিন্ত তার জরুরী কাজ আছে বলে
মোটর সাইকেল থেকে নেমে যেতে বললে পূর্ব থেকে উৎপেতে থাকা ৭/৮ জন জোর করে
মুরাদকে রিক্সায় তুলে নিয়ে মনু বেপারীর বাড়ির মোহাম্মদ আলী সৌরভের বাসায় নিয়ে
দেশীয় অস্ত্র-শস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাথাড়ী মারপিট করে তার ১ পায়ের হাড় ভেঙে দেয়
এবং শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত ফোলা জখম করে হত্যার চেষ্টা চালায় । এ সময় তার ডাক
চিৎকাওে লোকজন এগিয়ে এসে তাকে অঞ্জান অবস্থায় স্থানীয় একটি প্রাইভেট
ক্লিনিকে ভর্তি করেন । বর্তমানে তার পায়ের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসক জানায় ।
এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম মোল্লা জানান, এ ঘটনায় লিখিত
অভিযোগ পেয়ে থানার উপ-পরিদর্শক আজহারুল হককে দায়িত্ব দেয়া হয়েছে । সে
ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com