হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে মুক্তিযোদ্ধার বসতঘর ও রান্নাঘর অগ্নিকান্ডে ভষ্মিভূত, লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি। ঘটনাটি উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে ঘটেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ও স্থানীয়দের সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ২ টায় রামনগর গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম সরদারের রান্নাঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এঘটনায় মুক্তিযোদ্ধার রান্নাঘর ও তার পুত্র সিরাজুল ইসলামের বসতঘর পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। ঘনবসতি পুর্ন এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রামনগর গ্রামের ছাকাত ঢালীর পুত্র সাইফুর রহমান ঢালী দ্রুত ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ষ্টেশন অফিসার আতিয়ার রহমানের নেতৃত্বে সঙ্গীয় দল বেলা ২ টা ৪০ মিনিটে পৌছিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততোক্ষনে সিরাজুল ইসলামের বসতঘরে থাকা সাইকেল, টেলিভিষনসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এদিকে মুক্তিযোদ্ধার পরিবারে অগ্নিকান্ডে ভষ্মিভুত হওয়ার সংবাদে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত সাহার্য্য প্রদানের ব্যবস্থা করবেন বলে জানান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com