হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে চোর সিন্ডিকেটের ১ নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন মডেলের ৪টি মটর সাইকেল। মূল হোতারা রয়েছে ধরা ছোয়ার বাহিরে। পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানালেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু।
থানা ও সরেজমিন সূত্রে জানাগেছে, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার কালিকাপুর গ্রামের কওছার আলীর পুত্র বাবলু গাজীর বাড়িতে স্থানীয়দের সহযোগিতায় সচেতন ব্যাক্তিবর্গ অভিযান চালায়। তার বাড়িতে রাতেদিনে প্রায়ই অচেনা অজানা মানুষের আনাগোনা ও নানান মডেলের মটর সাইকেল আনা নেওয়া করে থাকে। এসন্দেহে বাবুল গাজী বাড়িতে না থাকায় তার স্ত্রীকে নজরবন্দী করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানার এসআই আব্দুর রহিম ও এসআই নকিব হোসেন সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌছে বাবুল গাজীর স্ত্রী মাহফুজা বেগমকে আটক করে এবং তারই দেওয়া তথ্যে রঘুনাথপুর গ্রামের মৃত নজরুল ইসলামের পুত্র রফিকুল ইসলাম (৪০), কালিকাপুর খলিলুর রহমান মোড়লের পুত্র ইকবাল হোসেন মোড়ল (৪২) কে আটক করে। এসময়ে তাদের জিম্মায় থাকা কালো রঙের ১ টি ১৫০ সিসি, লাল রঙের ১ টি হিরোহোন্ডা স্পেলেন্ডার, ১টি ব্লু রঙের অ্যাপাচিসহ ৪টি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি কালিগঞ্জ উপজেলার মুকুন্দমধু সুদনপুর, চাঁচাই, নলতাসহ কয়েকটি গ্রামে একই স্টাইলে চুরি সংঘটিত হয়েছে বলে জানাগেছে। সচেতন মহলের ধারণা আটককৃতদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে থলের বিড়াল, আটক হবে চোর ও ডাকাত সিন্ডিকেটের মূল হোতারা। এব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ হালিমুর রহমান বাবু, সেকেন্ড অফিসার খবির উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং কালিগঞ্জ থানা এলাকা হতে চোর সিন্ডিকেট নির্মুল করতে অভিযান চালিয়ে যাবেন বলে জানান তিনি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com