সে অনেক অনেক দিন আগের কথা, একদিন পশু রাজ্যে হেঁটে যাওয়ার সময় একটা ভেড়া রাস্তার পাশে খাঁচার মধ্যে আটকে থাকা এক সিংহকে কান্নাকাটি করতে দেখলো। তাকে কাঁদতে দেখে ভেড়াটার ভিষণ মায়া হলো। বন্দী সিংহ তাকে বাঁচানোর জন্য বারবার অনুরোধ করতে লাগলো। অনেক বোঝানোর পর এবং কোন ক্ষতি না করার প্রতিশ্রুতিতে ভরসা করে ভেড়াটি সিংহের খাঁচা খুলে দিল। কয়েকদিন না খেতে পেয়ে সিংহটি খুব ক্ষুধার্ত ছিল, তাই বের হয়েই সে দ্রুত ভেড়াটিকে খাওয়ার জন্য আঁকড়ে ধরলো। তখন ভেড়াটি সিংহকে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিল, এ নিয়ে দুজনের তর্ক লেগে গেলো। তর্ক শুনে সেখানে বনের প্রাণীরা ভীড় জমালো, তাদের কাছে সিংহ এবং ভেড়া উভয়ই তাদের নিজস্ব আঙ্গিকে বর্ণনা করলো। কিন্তু সিংহকে কেউ চটাতে চাইলো না, ভয়ে কিংবা রাজাকে খুশী রাখার জন্য সমস্ত প্রাণী সিংহের পক্ষ নিলো। এক কচ্ছপ ছাড়া সমস্ত দাবি করলো যে তারা বিষয়টি বুঝতেই পারেনি। এবার কচ্ছপটি সিংহকে দেখাতে বলল ভেড়া তাকে উদ্ধার করার আগে সে কোথায় ছিল, সিংহ খাঁচার দিকে ইশারা করল। সে আবার জিজ্ঞাসা করলো, "ভেড়া আসার সময় আপনি ভিতরে না বাইরে ছিলেন "? সিংহ বলল, সে ভেতরে ছিল। কচ্ছপ এবার বলল, "কই কিভাবে ছিলেন একটু দেখান তো"। সিংহ খাঁচায় প্রবেশ করল এবং সঙ্গে সঙ্গে কচ্ছপ তাকে খাঁচার ভেতরে আটকে ফেললো...
আশ্চর্য হয়ে, অন্যান্য প্রাণীরা কচ্ছপকে জিজ্ঞাসা করল "এমন করলে কেন"? ভেড়া উত্তর দিল "আজ যদি আমরা ক্ষুধার অজুহাতে ভেড়াটিকে খেতে দেই, তাহলে আগামীতে যখন তার আবার ক্ষুধা লাগবে তখন সে আমাদের মধ্যে যে কাউকে ক্ষেতে চাইবে। আমরা কিন্তু এখনও জানি না কে সেই জন...
সারকথা: কখনোই মন্দকে সমর্থন করা উচিত নয়, যদিও সে আজ সরাসরি আপনার ক্ষতি করছে না কিন্তু আগামীতে যে আপনার পালা আসবে না তার নিশ্চয়তা কী...?
লেখকঃ বাংলাদেশ পুলিশ একাডেমির আইন প্রশিক্ষক হাসান হাফিজুর রহমান
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com