নকলা (শেরপুর) প্রতিনিধি, মোঃশফিকুল ইসলাম।। শেরপুরের নকলা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আই ডি কার্ড ও মুক্তিযোদ্ধা ডিজিটাল সনদ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নকলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনেনকলা উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ও নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ,শেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু।
বীর মুক্তিযোদ্ধা ও নকলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুর আহমদ সঞ্চালনায়
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন , নকলা পৌরসভা র মেয়র হাফিজুর রহমান লিটন ।
নকলা উপজেলায় মোট ৩৬২ জন মুক্তিযোদ্ধা ও তার পরিবারের মাঝে ডিজিটাল সনদ ও ১৬৯ জন মুক্তিযোদ্ধা কে স্মার্ট আই ডি কার্ড বিতরণ করা হয়।
নকলা উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বুলবুল আহমেদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে জীবন ও যৌবনের মায়া ত্যাগ করে স্বাধীনতা র জন্য অস্ত্র তুলে বিশ্বের বুকে আমাদের এই লাল সবুজের পতাকা এনে দিয়েছে সেই মুক্তিযোদ্ধাদের ভাতা ও সম্মান একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তুলে ধরেছেন।
বীর মুক্তিযোদ্ধা মো:আব্দুল করিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের যে সম্মান ও ভাতা কার্যক্রম শুরু করেছে তার জন্য আমরা কৃতজ্ঞ।
আধুনিক স্মার্ট কার্ডের মাধ্যমে একজন বীর মুক্তিযোদ্ধা বাস ভ্রমণ ফ্রি ও বছরে একবার বিমানে ভ্রমণ ফ্রি সুযোগ আছে এছাড়া চিকিৎসা ক্ষেত্রে রয়েছে অনেক সুযোগ সুবিধা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com