চালু হওয়ার পর পদ্মা সেতুতে প্রথম ১০০ দিনে টোল আদায় হয়েছে ২১৫ কোটি ৫০ লাখ টাকারও বেশি। এই সময়ে সেতু দিয়ে যান চলাচল করেছে ১৫ লাখ ৪০ হাজারের বেশি। প্রতিদিনের গড় টোল আদায় সোয়া ২ কোটি টাকারও বেশি। প্রতিদিন গড়ে ১৫ হাজার ৪০০ যান চলাচল করছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস জানান, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সকাল ৬টা থেকে যান চলাচল উন্মুক্ত হয়। সে হিসাবে ৩ অক্টোবর পদ্মা সেতু চালুর ১০০ দিন পূর্ণ হয়েছে।
\জুন মাসের ৫ দিনে ১১ লাখ ৭১ হাজার ৪টি যান চলাচলে টোল আদায় হয়েছে ১০ কোটি ১৪ লাখ ১ হাজার ৮৫০ টাকা। প্রতিদিন গড়ে ২৩ হাজার ৪২১ যান চলাচলে গড় আয় ২ কোটি ২৮ লাখ ৩৭০ টাকা। জুলাই মাসে ৫ লাখ ৮৭ হাজার ২০ যান চলাচলে আয় হয়েছে ৭৮ কোটি ৫০ লাখ ১৯ হাজার ৪০০ টাকা। এ মাসের প্রতিদিন গড়ে ১৮ হাজার ৯৩৬ যান চলাচলে গড় আয় ২ কোটি ৫৩ লাখ ৩২ হাজার ২০৬ টাকা।
আগস্টে ৪ লাখ ১২ হাজার ৩০৩ যান চলাচলে টোল জমা হয়েছে ৬১ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৪০০ টাকা। আগস্টে প্রতিদিন গড় ১৩ হাজার ৩০০ যান চলাচলে গড় টোল আদায় হয়েছে ১ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ৪৩২ টাকা। সেপ্টেম্বরে ৩ লাখ ৮৭ হাজার ৬৪২ যান চলাচলে আয় হয়েছে ৫৯ কোটি ৫ লাখ ৬৭ হাজার ৫০ টাকা। এ মাসে গড়ে প্রতিদিনের ১২ হাজার ৯২১ যান চলাচলে গড় আয় ১ কোটি ৯৬ লাখ ৮৫ হাজার ৫৬৮ টাকা।
সেতুতে বিশৃঙ্খলা এড়াতে বন্ধ আছে মোটরসাইকেল চলাচল। তা না হলে টোল আদায় আরও বাড়ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com