আরিফুল ইসলাম আশা।।
সাতক্ষীরায় বিএসএফ এর গুলিতে আবু হাসান(২৭) নামের এক বাংলাদেশী চোরাকারবারী নিহত হয়েছে। আজ রবিবার (৯ অক্টোবর) ভোর ৪টার দিকে সদর উপজেলার কালিয়ানী সীমান্তের খৈতলার বিপরীতে ভারতের দুবলী এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আবু হাসান সীমান্ত লাগোয়া দক্ষিন কুশখালি গ্রামের হায়দার আলীর ছেলে।
নিহতের পিতা হায়দার আলী জানান, শনিবার রাত ৯টার দিকে আবু হাসান বাড়ি থেকে কিছু টাকা নিয়ে বেরিয়ে যায়।। এরপর ভোর ৫টায় দুবলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে ফেলে রেখে গেছে এমন খবর পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাড়ে ৬টার দিকে সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক খুলনার ৫০০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন। এরপর অ্যাম্বুলেন্সে খুলনায় যাবার পথে সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, নিহত আবু হাসান চোরাকারবারির কাজ করতো। তার বিরুদ্ধে কয়েকটি মাদকের মামলা রয়েছে। আবু হাসানের পেটের একপাশে গুলি লেগে অপর পাশ ছিদ্র করে বের হয়ে গেছে। তবে বিএসএফ গুলি করার বিষয়টি অস্বীকার করেছে। কিছুক্ষনের মধ্যেই বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শুরু হবে। ----------------------
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com