প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৩:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২২, ৬:০৮ পি.এম
পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্যদের ভোট যুদ্ধে দৌড়ঝাঁপ
মোঃ শামীম আহমেদ।।
পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জনসহ ১ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ড ও ১ নং সাধারন ওয়ার্ডে প্রতিদ্বন্দী ১০ প্রার্থী ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এদিকে
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী প্রার্থীরা হলেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন (আনারস), স্বতন্ত্র প্রার্থী জেলা যুবলীগের সাবেক নেতা বিশিস্ট ব্যবসায়ী এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান হাফিজ (ঘোড়া), বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরম পটুয়াখালী জেলা ইউনিট থেকে অব্যাহতি প্রাপ্ত স্বতন্ত্র প্রার্থী এ্যাডঃ মাকসুদুর রহমান (কাপ-পিরিচ )।
উক্ত নির্বাচনে সংরক্ষিত ১ নং ওয়ার্ডে মহিলা সদস্য (সদর-মির্জাগঞ্জ- দুমকি) নুরুন্নাহার শেলী ( হরিণ ) এবং মোসাঃ নাসিমা আক্তার( ফুটবল ) ও রহিমা আক্তার নিপা (টেবিল ঘড়ি )। এছাড়া সংরক্ষিত মহিলা ২ নং ওয়ার্ডে (বাউফল-দশমিনা) কামরুন নাহার (দোয়াত-কলম), পশারী রানী (হরিন ), মোসাঃ রুবিনা আক্তার (ফুটবল) ও মিসেস ফাতেমা আলম (টেবিলঘড়ি)। প্রকাশ, ৩ নং ওয়ার্ডে (গলাচিপা-রাঙ্গাবালি-কলাপাড়া) আসনে ১ জন প্রার্থী হলেন- মোসাঃ বিলকিস জাহান। তিনি বেসরকারীভাবে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।
১ নং সাধারন ওয়ার্ড ( পটুয়াখালী সদর) আসনে সদস্য পদে ৪ প্রতিদ্বন্দী প্রার্থী হলেন - মোঃ জামাল হোসেন ( টিউবওয়েল), চিন্ময় বণিক (হাতি), এ কে এম মেহেদী হাসান (ঘুরি) ও মোঃ সালাউদ্দিন হীরা (তালা), ২ নং সাধারন ওয়ার্ডে (দুমকি) প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ জাকারিয়া কাওসার (টিউবওয়েল), মোঃ সিদ্দিকুর রহমান হাওলাদার (অটোরিক্সা), মোহাম্মদ দেলোয়ার হোসেন (তালা) ও মোঃ আবুল বাসার (হাতি), ৩ নং ওয়ার্ডে ( মির্জাগঞ্জ) আব্দুল্লাহ আল জাবির (তালা) ও শামীম আহমেদ (হাতি), ৪ নং ওয়ার্ডে (বাউফল) মোঃ জসীম উদ্দিন ফরাজী (তালা) ও শাহজাহান সিরাজ (অটোরিক্সা), ৫ নং ওয়ার্ডে (দশমিনা) গাজী মোঃ মিজানুর রহমান মিজান ( টিউবওয়েল) ও মোঃ জাকির হোসেন ভুট্টো (তালা), ৬ নং ওয়ার্ডে (গলাচিপা) মাঈনুল ইসলাম রনো ( তালা), মোঃ নিজাম উদ্দিন তালুকদার (হাতি) ও মোঃ শাহীন মিয়া (টিউবওয়েল), ৭ নং ওয়ার্ডে (কলাপাড়া) এস এম মোশাররফ হোসেন (উটপাখি), মোঃ আসাদুজ্জামান শুভ (টিউবওয়েল) ও মোঃ ফিরোজ শিকদার (তালা), ৮ নং ওয়ার্ডে ( রাঙ্গাবালী উপজেলা) সদস্য পদে প্রতিদ্বন্দী প্রার্থী আবদুল মালেক (হাতি), মোঃ জাফর আহম্মদ হাওলাদার (তালা) ও মোঃ মশিউর রহমান শিমুল (ঘুরি)।আগামী ১৭ অক্টোবর নির্বাচনে সকলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com