হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীর ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে পৌছাইলেও ততোক্ষনে সবপুড়ে ছাই। ঘটনাটি উপজেলার মৌতলা বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ঘটেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ও স্থানীয়দের সুত্রে জানাগেছে, সোমবার (১৮ই ফেব্রুয়ারী) সকাল ৬ টায় মৌতলা বাজারের গ্রামীন ফোনের টাওয়ারের সামনে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে বৈদ্রিতিক তার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এঘটনায় মৌতলা গ্রামের মোনতেজ আলী গাজীর পুত্র আজম গাজীর আনুমানিক চার লক্ষ টাকা মূল্যের আটো ভ্যানের ব্যাটারী ও যন্ত্রাংশ এবং পূর্ব মৌতলা গ্রামের খান আকরাম হোসেনের পুত্র খান ফারুক হোসেনের অর্ধ লক্ষ টাকা মূল্যের সেলুনি প্রতিষ্ঠান পুড়ে ভষ্মিভুত হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক জনবহুল বাজারের ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় জনসাধারণ ফায়ার সার্ভিসে দিলে ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসারের নেতৃত্বে একটি চৌকস দল ঘটনাস্থলে পৌছায়। তবে ততোক্ষনে উল্লেখিত দুটি দোকান ভষ্মিভুত হলেও বাজারের অন্যান্য দোকানে আগুন লাগা থেকে রক্ষা করেন। অগ্নিকান্ডের ঘটনায় প্রায় সাড়ে চার লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com