ঢাকা ১৮ ফেব্রূয়ারি২০১৯: ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য বলেছেন আগামিতে সাংবাদিকতা পেশায় প্রবেশ করতে হলে নুন্যতম গ্রাজুয়েট পাস হতে হবে। ডাক্তারদের জন্য বিএমএ, আইনজীবিদের জন্য বার কাউন্সিল তেমনি সাংবাদিকদের জন্য প্রেস কাউন্সিলের সনদ নেয়া উচিত। সাংবাদিকদের মর্যাদার লড়াই করে যেতে হবে । সাংবাদিকদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষে থাকতে হবে। তিনি রোববার বিকাল ৫টায় আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির ৮মবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সংগঠনের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর । তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের অভিভাবক প্রতিষ্ঠান প্রেস কাউন্সিল আজ ৪৫ বছর ধরে গতিহীন, অকার্যকর এবং পেশাদার সাংবাদিকদের কোন কাজে আসছেনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে সাংবাদিকদের স্বার্থে এটি প্রতিষ্ঠা করেছিলেন। যেমন আইনজীবীদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন বার কাউন্সিল।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সৈয়দ আহম্মদ মাস্টার, সাহাব উদ্দিন মাদবর, এবিএম আজহারুল ইসলাম সুরুজ, মির্জা আব্দুর রহিম, মেহেদী মাসুদ মঞ্জু, আব্দুল লতিফ মন্ডল, আলহাজ্জ মতিউর রহমান, আলহাজ্জ ওমর আলী, আলহাজ্জ আবু সাদেক ভুইয়া, আকরাম হোসেন, দেলোয়ার হোসেন, শেখ মো; উজ্জল, বিএমএসএফ’র আশুলিয়া সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, শাকিল মাহমুদ, গ্রীন মুভমেন্ট’র চেয়ারম্যান বাপ্পী সরদার, কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com