জাহিদ খানঃ গোপালপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
গোপালপুর উপজেলা প্রশাসন এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পাঠানো ২৫৬টি ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমল, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামছুল আলম, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাভলু, আনিসুর রহমান তালুকদার হীরা, মহিলা আওয়ামীলীগের সভাপতি আয়েশা আখতার শিখা প্রমুখ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com