প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১০:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২২, ৩:০৭ পি.এম
পিরোজপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত
গাজী এনামুল হক (লিটন)।।
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে ২৯ অক্টোবর শনিবার সকাল ৯টায় জেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস এ আলোচনা সভায় মিলিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি। পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের (পিপিএম সেবা) সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম সেবা), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম রায় চৌধুরী, এম এ রব্বানী ফিরোজ, প্রেসক্লাব সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সদর থানার ওসি আজ মো মাসুদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান(পিপিএম সেবা)। এছাড়াও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুমন সিকদার।
সভায় বক্তরা বলেন, বাংলাদেশ পুলিশ বর্তমানে একটি মানবিক সংস্থায় পরিনত হয়েছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকল ক্ষেত্রেই পুলিশের অবদান দৃশ্যমান। শুধু শান্তি শৃঙ্খলা বজায় ও আইন প্রনয়নে নয় বাংলাদেশ পুলিশ আজ সকল সামাজিক, উন্ননয় মূলক, শান্তি রক্ষার্থে সকল কাজেই সক্রিয় ভাবে অংশগ্রহন করছে। কমিউনিটির সাথে মিলে মিশে এদেশের পুলিশ আজ সকল শ্রেণী পেশার মানুষদের সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে। কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে তাহলে উন্নত বিশে^র মত বাংলাদেশ পুলিশ ও একটি স্বনামধন্য মানবিক পুলিশ প্রতিষ্ঠানে পরিনত হবে।
আলোচনা সভা শেষে জেলায় বিশেষ অবদান রাখার জন্য ৬ জনকে সন্মাননা ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com