হাফিজুর রহমান শিমুলঃ ‘পুলিশই জনতা জনতায় পুলিশ' এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও কেক কাটে অনুষ্ঠানটি পালিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-০১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ এখন আর অষ্টম শ্রেণি পাস নয়, এখন তারা আধুনিক এবং অতি শিক্ষীত নম্র-ভদ্র। পুলিশকে বিভ্রান্ত না করে,তাদেরকে সঠিক তথ্য দিয়ে সহায়াতা করবো। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবো এবং ভবিষ্যত প্রজন্মকে জানাবো। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে। সেলক্ষ্যে পুলিশ জনতা কাদে কাদ মিলিয়ে এক সাথে কাজ করতে হবে। সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা'র স্বাগত বক্তব্যের মাধ্যমে কমিউনি পুলিশিং ডে এর আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক প্রতিনিধি এডিএম তানজিনূর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান। এর আগে কমিউটি পুলিশিং ডে উপলক্ষে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়। এসময় ফেস্টুন ও কেক কেটে শুরু হয় আলোচনা সভা। এছাড়া কমিউটি পুলিশিং ডে উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ আল হাদী, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহিদ ফকরুল ইসলাম খান, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, কলারোয়া পৌরসভার মেয়র মনিরুল ইসলামল বুলবুল, তালা উপজেলার খলিলনগর ইউপির চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান আশিক প্রমূখ। এছাড়া কমিউনিটি পুলিশিং ডে’র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, গ্রাম পুলিশ, জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com