প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২২, ১০:৩৯ এ.এম
নলতা বাজারে প্রতিপক্ষ কর্তৃক দোকানঘর ভাংচুর ও জায়গা দখলের পায়তারা
বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা মোবারকনগর বাজারে ক্রয়সূত্রে দীর্ঘদিন থেকে ভোগদখলকৃত দোকানঘর ভাংচুর ও জায়গা প্রতিপক্ষ আব্দুর রশিদ গাজী কর্তৃক জোরপূর্বক দখলের পায়তারা চালাচ্ছে বলে জানান দোকানের মালিকপক্ষ ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান।
এ বিষয়ে স্থানীয় নলতা ইউপি চেয়ারম্যান এর নিকট গত ৩০ অক্টোবর রবিবার পূর্ব নলতা স্বর্ণকার পাড়া এলাকার মৃত আব্দুল মাজেদ গাজীর পুত্র আব্দুর রশিদ গাজী ও বাবু এবং পূর্ব নলতা গ্রামের মৃত জবেদ আলীর পুত্র ফজলুর রহমান সহ অজ্ঞাতনামা ১৫ জনকে অভিযুক্ত করে বাদী পশ্চিম নলতা গ্রামের মৃত গোলাম মোস্তফা'র পুত্র অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান আরো জানান-
নলতা মোবারকনগর বাজারের দক্ষিণ-পূর্ব পাশে পুকুরের ধারে অবস্থিত আঁধাপাকা দোকান ঘরের জায়গাটি দীর্ঘ ৩০/৩৫ বৎসর যাবৎ শান্তিপূর্ণভাবে ভোগদখলের পর গত ২৯/০৩/২০১২ তারিখে স্থানীয় বাসিন্দা মৃত দুখে রাম সরকারের পুত্র নিলু ও তিলিপ সরকারের নিকট হতে কোবলামূলে উক্ত দোকান ঘরের জায়গা সহ মোট ২ শতক জমি ক্রয় করি। যার জে এল নং-১০, মৌজা-নলতা, এস এ খতিয়ান নং- ১৫৬১, দাগ নং- ১৩২২।
আঁধাপাকা দোকান ঘরটি দীর্ঘদিন নিজেরা ব্যবসা করার পর গত কয়েকবছর পূর্বেও ভাড়া দেওয়া ছিল। কিন্তু বর্তমানে টিনের চাল ছিদ্র থাকায় দোকান ঘরটি ভাড়া না হওয়ায় নিজেরা দরজায় তালাবন্ধ অবস্থায় রেখে দেই।
হঠাৎ ২৯ অক্টোবর ২০২২ শনিবার বেলা আনু: ৪ টার দিকে যখন বাজার ও সাধারণ দোকানীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ীতে চলে যায় এমন সুযোগে অন্যের সম্পত্তি ভোগদখলের বিবাদী আব্দুর রশিদ গাজীর নেতৃত্বে তার বাবু, ভাড়াকরা ফজলু সহ অজ্ঞাতনামা প্রায় ১৫ জন ব্যক্তি আমাদের তালাবদ্ধকৃত দোকানঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং টিনের চাল প্রায় সব নিচে নামিয়ে দেয়ালের ইট ছাড়াতে থাকে।
সে মুহূর্তে ঐ এলাকা দিয়ে চলাচলকারী নলতা গ্রামের মৃত সামছুর রহমান সরদারের ছোট পুত্র ডা: সাইদুর রহমান (খোকা) দেখতে পেয়ে আমাদের সংবাদ দিলে আমার সেজ ভাই পলাশ, আমার ২ পুত্র সামিয়ান ও নাহীয়ান দ্রুত ঘটনাস্থলে চলে আসি।
সেখানে আসা মাত্রই প্রতিপক্ষ আব্দুর রশিদ গাজীরা আমার ভাই পলাশকে সাবল দিয়ে মারতে যাওয়া সহ আমাদের উপর তার বাহিনী ঝাঁপিয়ে পড়ে। তখন স্থানীয় আযান ময়রার পুত্র আছাদ সহ অন্যদের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও হুমকি ধামকির এক পর্যায়ে তারা দেয়াল ভাঙ্গা বন্ধ করে স্থান ত্যাগ করতে বাধ্য হয়।
বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পাশাপাশি গত ৩০ অক্টোবর রবিবার নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমানের নিকট লিখিত অভিযোগ দায়েরের কপি পাওয়া গেছে।
এ ব্যাপারে বিবাদী আব্দুর রশিদ গাজীর সাথে মোবাইলে আলাপকালে তিনি জানান-
বাদী মো: আনিছুর রহমানদের ক্রয়কৃত জমির পরিমাণ ২ শতক। অথচ তারা বেশি জমি ভোগ করছেন। নলতার কে বি আহছানউল্লা জুনিয়র হাইস্কুল ঐ খতিয়ান থেকে যতটা সম্পত্তি ক্রয় করেছে তা তাদের ভোগদখলে আছে। আর একই সম্পত্তি থেকে আমি যে পরিমাণ জমি ক্রয় করেছি তার চেয়ে কম আছে। তাই আমার পাওনা জমি আনিছ মোড়লদের দোকানের পাশের অতিরিক্ত জমি থেকে আমার পাওনা জমিতে লোকজন নিয়ে কাজ করতে গেলে পূর্বের ন্যায় গত ২৯ অক্টোবর ২০২২ তারিখেও তারা বাঁধা দেয় এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদেরকে জানান। গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি জানতে পারলে ঘটনাস্থল থেকে আমাদেরকে চলে আসতে বলেন। এক জায়গায় বসাবসি করে মিমাংসার স্বার্থে লোকজন নিয়ে চলে আসি। পরে জানতে পারি ৩০ অক্টোবর নলতা ইউপি চেয়ারম্যান সাহেবের নিকট তিনি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অথচ উক্ত সম্পত্তি নিয়ে বিগত সময়ে তাদের সাথে বিবাদ বাঁধলে চেয়ারম্যান সাহেবের নিকট, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকন এর নিকট, নলতা চৌমুহনীতে বিশিষ্ট সমাজসেবক রবিউল ইসলাম এর নিকট, মোবারক নগর বাজার কমিটির সভাপতি আব্দুস সোবহান গাজীর নিকট এমনকি তার দায়েরকৃত কালিগঞ্জ থানায় উভয় পক্ষের কাগজপত্র নিয়ে হাজির হওয়ার কথা থাকলেও মো: আনিছুর রহমান মোড়লরা কোথায় হাজির না হয়ে আমার বিরুদ্ধে নানা জায়গায় অপমানজনক কথা প্রচার করতে থাকেন।
উল্লেখ্য, বাদী পক্ষের দলিলের পর বিবাদী আব্দুর রশিদ গাজীর দলিল হওয়া সত্ত্বেও উক্ত সম্পত্তির জায়গা নিজের দাবী করে আনিছুর রহমান মোড়লদের ভাড়া দেওয়া উক্ত দোকানঘরটি গত ২৮/০৩/২০২১ তারিখ রাতে ভাড়া করা ফজলু সহ অন্যান্যদের নিয়ে রশিদ গাজী ভাংচুর সহ দখল করতে গেলে নাইটগার্ডদের বাঁধার মুখে তারা শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়। তৎকালীন সময়ে উক্ত ঘটনা নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ারও প্রমাণ পাওয়া যায়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com