প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২২, ৮:৪৫ পি.এম
গলাচিপায় স্কুল শিক্ষকের উপর হামলা
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় মাদকাসক্তের হামলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. রাসেল মিয়া (৩৫) নামে এক শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের মধ্য চরবিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ইব্রাহিমের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষককে উদ্ধার করে গলাচিপা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষক রাসেল মিয়া জানান, স্কুলে যাওয়ার উদ্দেশ্য মঙ্গলবার সকালে তিনি রওনা করে। পথিমধ্যে স্কুলের কাছে ইব্রাহিমের চায়ের দোকানে চা ও নাস্তা খাচ্ছিলো।এমন সময় হটাৎ কোন কারণ ছাড়া মোটরসাইকেল যোগে এসে সজল মুন্সি (৩৫) নামে এক মাদকাসক্ত সন্ত্রাসী প্রকৃতির যুবক পেছন থেকে অতর্কিত হামলা করে। লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। হামলাকারী তার ডান হাতে হাড়ে জখম ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম করে। এ বিষয়ে মামলার প্রস্তুুতি চলছে বলে তিনি জানান।
মধ্য চরবিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঃ আঃ হালিম জানান, ঘটনার পর ওই শিক্ষক কে উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করেছি। প্রশাসন ও শিক্ষা অফিসার কে জানানো হয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটছে তার খোঁজ খবর নেয়া হচ্ছে।
উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে আমি দেখতে হাসপাতালে ছুটে যাই এবং তার চিকিৎসার খোঁজখবর নেই। হামলাকারীর বিরুদ্ধে পুলিশকে জানানো হয়েছে। আশা করি প্রশাসন হামলাকারীকে গ্রেফতার করে এর সুষ্ঠু বিচারের ব্যবস্থা নিবে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গাইণ জানান, মৌখিকভাবে আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com