হাফিজুর রহমান শিমুলঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব-বিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এইচ এসসি পরীক্ষার প্রথম দিনে প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে আটক হয়েছে রিপন আহম্মেদ নামের এক যুবক। সে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের ঈমাম আলীর পুত্র।ঘটনাটি শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় কালিগঞ্জ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে। নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে,
কালিগঞ্জে এস.এস.সি পরীক্ষায় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য নুরুজ্জামান জামুর স্থলে পরীক্ষায় প্রক্সি দিতে এসে রিপন আহমেদ ওরফে রেজওয়ান রনি (২০) নামে এক শিক্ষার্থী আটক হয়েছে। শুক্রবার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে চলমান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব-বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক রিপন আহমেদ ওরফে রেজওয়ান রনি কালিগঞ্জ সরকারি কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র ও উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের ইমান আলী গাজীর ছেলে। জানা গেছে, এস.এস.সি পাশ করার উদ্দেশ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব-বিদ্যালয়ের অধীনে রেজিস্ট্রেশন করেছিলেন জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান জামু। সে উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের মৃত জহুর আলী মোড়লের ছেলে ও কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এবং মৌতলা কাচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি। তার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ১৮০১০৮৮৩০৪৬। শুক্রবার ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাউবি প্রথম বর্ষের বাংলা প্রথমপত্রের পরীক্ষায় ছবি বদল করে নুরুজ্জামান জামুর পরিবর্তে পরীক্ষা দিতে যান রিপন আহমেদ। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন ও মোবাইল রাখার অপরাধে রিপন আহমেদকে বহিষ্কার করেন ওই কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম। পরে প্রবেশপত্র পর্যবেক্ষণের এক পর্যায়ে পরীক্ষায় প্রক্সি দেয়ার বিষয়টি নিশ্চিত হলে রিপন আহমেদ রনিকে থানায় সোপর্দ করেন ওই কর্মকর্তা। এ ব্যাপারে জানতে চাইলে নুরুজ্জামান জামু বলেন, আমি পরীক্ষার ফরম ফিলাপ করেছিলাম কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করিনি। আমার পরিবর্তে অন্য একজন পরীক্ষা দেয়ার বিষয়টি পরে শুনেছি। এর বেশি কিছু আমি জানিনা। এ ব্যাপারে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন এ প্রতিনিধিকে জানান, এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হচ্ছে। ঘটনাটি কালিগঞ্জে সচেতন মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com