প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২২, ২:৫৪ পি.এম
ইতালীর রোমে বাংলাদেশ এম্বাসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৬ দলের গ্রুপ বন্টন ও মতবিনিময় সভা।
সাগর মীর, ইতালী প্রতিনিধি: ইতালীর রোমে প্রতি বছরের মত এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এম্বাসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।এ ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে, অংশগ্রহণকারি ১৬ দলের গ্রুপ বন্টন ও প্রবাসীদের সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয় ক্রীড়া সংস্থা ইতালী।গেল মঙ্গলবার বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালীর আয়োজনে,বাংলাদেশ দুতাবাসের সার্বিক সহযোগিতায়,দল বন্টন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকি। ক্রীড়া সংস্থার সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুর রশিদ ও পরিচালক সাজ্জাতুল কবির,এর পরিচালনায়,এতে বক্তব্য রাখেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, প্রধান নির্বাচক শাহদাত হোসেন রনি, সহ-সভাপতি মাহমুদুল হাসান,আল মাহমুদ রফিক,মুজাফ্ফর হোসেন বাবুল। যুগ্ন সাধারণ সম্পাদক মিনহাজুল হক মিজু, মোজাম্মেল হোসেন মোল্লা সহ আরো অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে সুন্দর সুশৃঙ্খল ভাবে টুর্নামেন্টে অংশ গ্রহণ করে প্রবাসের মাটিতে বাংলাদেশকে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312