ইতালী,তে গতকাল ০৪ নভেম্বর ২২, শুক্রবার জাতীয় ঐক্য ও সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।এ দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জর্জা মেলোনি শহীদের স্মরণ স্রোদ্বা অর্পণ করেন। ইতালীর প্রধানমন্ত্রী জর্জা মেলোনি জাতীয় ঐক্য ও সশস্ত্র বাহিনী দিবসে ইতালীর রোমে গতকাল শুক্রবার দুপুরে পিয়াচ্ছা ভেনেসিয়া, সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হয়। তখন ইতালীর প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বলেন, ইতালীতে যারা দেশের জন্য যুদ্ধ করেছেন তাদের আমি কৃতজ্ঞতা জানাই। আর যারা দেশের জন্য যুদ্ধ করে জীবন দিয়েছেন আত্নত্যাগ করেছেন তাদের আমি গভীর ভাবে স্মরন করি।এদিকে অবৈধ অভিবাসীদের নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি পদপদক্ষেপ অবলম্বন করেছি ।তিনি আরো বলেন ভূমধ্যসাগর ব্যবহার অবৈধ অভিবাসীদের এদেসে স্থান দেয়া হবে না। এদিকে সুশীল সমাজ বলছে বর্তমান কট্টর ডানপন্থী সরকারের এই পদপদক্ষেপ বাস্তবায়ন হচ্ছে।যানাগেছে ১০০ জন শিশু অভিবাসী নিয়ে হিউমিনিটি ১,নামে একটি জাহাজ ইতালীর বন্দরে ভেরার অনুমতি চাচ্ছে, জাহাজ টি ১১,বার অনুমতি চেয়ে বার্তা পাঠালেও ইতালী অনুমতি দেয়নি।বরং ইতালীর সীমানায় প্রবেশের জন্য নিষেধ করা হয়। ইতালী ডানপন্থী সরকার জরুরী ভাবে পদপদক্ষেপ নিয়েছে আগামী দিনেও অবৈধভাবে কোন প্রবাসীদের ইতালীতে ডুকতে দেয়া হবে না।
সাগর মীর ইতালী প্রতিনিধি
মানুষের কল্যাণে প্রতিদিন।।।।।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com