প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৫:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২২, ৮:৩৮ এ.এম
ইতালীর সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই জর্মান পতাকাবাহী এনজিও জাহাজ হিউম্যানিটি ওয়ান ইতোমধ্যে ঢুকে পরেছে ইতালীর জলসীমানায়
ইতালীর সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই জর্মান পতাকাবাহী এনজিও জাহাজ হিউম্যানিটি ওয়ান ইতোমধ্যে ঢুকে পরেছে ইতালীর জলসীমানায়।ইতাালীর দ্বীপ অঞ্চল সিসিলির কাতানিয়া উপকূলের দিকে অগ্রসরমান ১৭৯ জন এভিবাসন প্রত্যাশী বোঝাই এনজিও জাহাজটিকে থামার নির্দেশ দেয়া হয়েছে।ইতালীর স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোজি সাফ জানিয়ে দিয়েছেন,উদ্ধারকারী যে কোন জাহাজে অবস্থানরত শুধুমাত্র গর্ববতী নারী,শিশু,এবং অসুস্থদেরকে মানবিক কারনে আমরা নামার সুযোগ দেবো।অন্যদের সবাইকে নিয়ে ইতালীর জলসীমান্ত দ্রুত ত্যাগ করতে প্রতিটি এনজিও জাহাজকে অনুরোধ করেন।আমাদের সরকারের এটাই চুরান্ত সিদ্বান্ত,ভূমধ্য সাগরে থাকা এনজিও জাহাজ সমুহ যেসব দেশের,তাদের উচিৎ নিজ দেশের জাহাজ ও অভিবাসন গ্রহন করা।আর এমনটাই বারবার বলে আসছেন ইতালীর স্বরাষ্ট্রমন্ত্রী।পরিস্থিতি মোকাবেলায় ব্যাবস্থা নিয়েছেন ইতালী সরকার।স্বরাষ্ট্র,প্রতিরক্ষা এবং অবকাঠামো বিষয়ক মন্ত্রনালয় সমন্বিত সিদ্ধান্তটি এসেছে গত শুক্রবার মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠকের পরপরই।অবকাটামো মন্ত্রনালয়ের দায়িত্বে থাকা উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি জানান,যারা অসুস্থ তাদেরকে উদ্ধার করে অবশ্যই আমরা প্রয়োজনীয় চিকিৎসা এবং সেবাযন্ত করবো।কিন্তু বিদেশি এনজিও যে কোন জাহাজ কে ইতালীর জলসীমানায় অবস্থান করতে দেয়া হবে না।মন্ত্রী বলেন ইতালীকে রক্ষা করা কোন অপরাধ নয় বরং এটা আমাদের দায়িত্ব।প্রসঙ্গত উলেখ্য,ভূমধ্যসাগরে ইতালীতে উপকূলের অদূরে ৩ টি এনজিও জাহাজে মোট ৯৮৫ জন অভিবাসন প্রত্যাশী দুই সপ্তাহ ধরে অবস্থান করছে।শুক্রবার নতুন করে রাইস এভার, নামে আরো একটি জাহাজ ৯৫ জন অভিবাসন নিয়ে যোগ হয়েছে।সব মিলিয়ে সাগরে চলছে চরম অনিস্চয়তা ।চরম অবস্থানে ইতালী সরকার।
সাগর মীর,ইতালী প্রতিনিধি
মানুষের কল্যাণে প্রতিদিন ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com