ঢাকা ২৪ ফেব্রুয়ারি ২০১৯: সম্প্রতি চট্টগ্রামসহ সারাদেশে সাংবাদিক হয়রাণী ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পুরানাপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কেএম রুবেল। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
প্রতিবাদ সভায় কেন্দ্রীয় কমিটির সদস্য সোহাগ আরেফিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সদস্য সচিব কাইছার ইকবাল চৌধুরী, চট্টগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক আবু বকর তালুকদার, প্রচার সম্পাদক দীন ইসলাম ও সুধীজন আব্দুল করিম প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু আসলামের দুর্নীতির খবর প্রকাশ করায় দৈনিক যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ সেলিম উদ্দিন ও নবাবগঞ্জের ওসি মোস্তফা কামালের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ৫ সাংবাদিকের বিরুদ্ধে হয়রাণীমূলক মামলায় তীব্র নিন্দা প্রকাশ করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করা হয়।
এছাড়া কক্সবাজারের চকরিয়ায় সাংবাদিক নাজমুল সাঈদকে পাহাড় সন্ত্রাসী কর্তৃক নির্যাতনসহ টেকনাফে ৩ বিদেশী সাংবাদিককে নির্যাতনকারীদেরকে গ্রেফতারের দাবি করা হয়।
অবিলম্বে কেরাণীগঞ্জের যুগান্তরের সাংবাদিক আবু জাফর ও লোহাগাড়ার যুগান্তর প্রতিনিধি সেলিম উদ্দিনের নি:শর্ত মুক্তি দাবি করা হয়। সভায় আগামি ৩০ মার্চ চট্টগ্রাম দক্ষিন জেলা বিএমএসএফ’র কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com