মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: বাংলাদেশ সেবাশ্রম পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার (৭ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী রাসোৎসব। গোপীবেশ অবতার শ্রীমত আচার্য বিবেকানন্দ গোস্বামী এর প্রতিষ্ঠিত সেবাশ্রম পরিচালনা কমিটি সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছেন। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত-শত ভক্তবৃন্দ সেবাশ্রমে ভীর জমাতে শুরু করেছেন। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জানা যায় ৩ দিন ব্যাপী এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে তুলসী আরতী, সখীবেশে শ্রী গুরুদেবের আরতী কির্তন, শ্রীশ্রী কৃষ্ণের বাল্যলীলা, রাসলীলা ও পদাবলী কির্তন। পদাবলী কির্তন পরিবেশন করবেন ভারতের প্রখ্যাত ধর্মীয় শিল্পী শেফালী বিশ^াস ও তার দল। রাসোৎসব পরিচালনা উপলক্ষে ভক্তবৃন্দের পক্ষে বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনিল চন্দ্র মিত্রকে সভাপতি, শ্রী অঞ্জলী রানীকে সাধারণ সম্পাদক, শ্রী রতন কুমার মিত্রকে অর্থ সম্পাদক করে ৭২ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান বলেন, অনুষ্ঠান প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অনুষ্ঠান প্রাঙ্গনে নিয়মিত পুলিশ ও আনসার সদস্য মোতায়ন করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com