সাগর মীর ইতালী প্রতিনিধি ঃ ইতালীর সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে,গতকাল ০৫ নভম্বর ২২,শনিবার ,ইতালীর রাজধানী রোমে বিশাল এক সমাবেশের আয়োজন করেন।সমাবেশে বলা হয় বিশ্ব সান্তির জন্য সবারই ঐক্যের প্রয়োজন।সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারনে বিশ্বের শান্তিময় লোকদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছে।তিনি আরো বলেন পৃথিবীর সকল দেশের দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রন হারিয়ে ফেলেছে।সাবেক এই প্রধানমন্ত্রী,ইউক্রেন রাশিয়াকে যুদ্ধ বন্ধ করার আহ্ববান জানান।ইতালীয়ান নাগরিকগন ও বিভিন্ন দেশের বসবাসরত প্রবাসীরা,সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে,র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে,জুসেপ্পে কন্তে,এগিয়ে যাও শ্লোগানে আগামীর দিনগুলোর জন্য শুভ কামনা আশা করেন।