একসঙ্গে ১০০ সেতু উদ্বোধন করে অনন্য
দৃষ্টান্ত স্থাপন করলেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
একদিনেই একশো সেতুর উদ্বোধন!
ভাবছেন এও কি সম্ভব? নাকি গল্প?
সম্ভব। আর তা বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৭ নভেম্বর গণভবন থেকে ভার্চুয়ালি দেশের আট বিভাগের ২৫ জেলায় ছোট ও মাঝারি দৈর্ঘ্যের ১০০টি সেতুর উদ্বোধন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একসঙ্গে ১০০ সেতু উদ্বোধনের পর দোয়া-মোনাজাত করেন বঙ্গবন্ধুকন্যা, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেন উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত উপকারভোগীদের সঙ্গে। সকল আনুষ্ঠানিকতা শেষে উৎফুল্ল প্রধানমন্ত্রী হাস্যোজ্জ্বল মুখে শতসেতুর স্মারক তুলে ধরেন।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার ‘আমার গ্রাম আমার শহর’ বাস্তবায়ন করতে গেলে সারা দেশে একটি নিরবচ্ছিন্ন যোগাযোগ অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন। আর তারই অংশ হিসেবে তিনি একদিনেই গণভবন থেকে ভার্চুয়ালি ১০০টি সেতুর উদ্বোধন করলেন। বাংলাদেশের সড়ক যোগাযোগে এই দিনটি নিঃসন্দেহে একটি যুগান্তকারী মাইলফলক।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com