মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : অনলাইন ভিত্তিক সেবা আরও গতিশীল করতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে পায়রা উড়িয়ে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে এ মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন,উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, প্রকৌশলী মো. জিয়ারুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, সমাজ সেবা কর্মকর্তা শফিকুল আলম, কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা অলিউর রহমান,উপজেলা প্রেসক্লাব সভাপতি মজিবর রহমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকন, যুগ্ম সম্পাদক সুমন বেপারী, এমপির জন সংযোগ কর্মকর্তা আলী রেজা রঞ্জুসহ বিভিন্ন সরকারী, বে-সরকারি বিভিন্ন অফিস প্রধান ও সুধী সমাজের নেতৃবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com