সাগর মীর, ইতালী প্রতিনিধ ঃ- ইতালীর রাজধানী রোম,সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় ইতালীর রাজধানী রোমে বহুজাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।দেশিও সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে এধরনের অনুষ্ঠানে প্রয়োজনিয়তা রয়েছে বলে উল্লেখ করেন ইতালী প্রবাসীরা। বাংলাদেশ সহ মোট পাঁচটি দেশ এই মেলায় অংশগ্রহণ করেন। কাউন্সিলর কবির হোসেনের উদ্যোগে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালীর রোমে শহরের আঁট নং কমুনির প্রেসিডেন্ট আহমেদিও সাকেরি। ইতালী প্রবাসী বাংলাদেশীরা এ অনুষ্ঠানে যোগদান করে খুব আনন্দিত।তারা এধরনের অনুষ্ঠানের প্রয়োজনিয়তার কথা উল্লেখ করেন।এবং উপস্থিত প্রবাসীরা তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন। এসময় ইতালীর রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশী নেতাদের মধ্যে নজরুল ইসলাম মাঝি,হাজী মোঃ জসিম উদ্দিন, মজিবুর সিকদার,দিলিপ মাঝি,শেখ ইসহাক, সালাউদ্দিন আহমেদ বিপ্লব,দেলোয়ার হোসেন সহ নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।নারী নেত্রীদে মধ্যে,রত্না,সুইটি,মনু,লিপি,চায়
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com