প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১০:০১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২২, ৮:৫২ এ.এম
ভূমধ্য সাগরে গেইমের বিরুদ্ধে আবারও কঠোর হুশিয়ারি ইতালীর উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির
সাগর মীর,ইতালী প্রতিনিধি ঃ- ইতালী উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি ভূমধ্য সাগরের গেইমের বিরুদ্ধে আবারও কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন।প্রধানমন্ত্রী জর্জা মেলোনির নেতৃত্বাধীন সরকার ইতালীয় উপকূলে অবৈধভাবে স্বরনার্থি আসা ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।ইতালীর জলসীমানায় ভিনদেশি কোন বেসরকারি সংস্থা তথা এনজিও,র জাহাজ দেখা মাত্রই জরিমানার পাশাপাশি জাহাজ বাজেয়াপ্ত করা হবে বলে ঘোষনা দিয়েছেন ক্ষমতাসীন ডানপন্থী জোটের অন্যতম প্রধান শরীক দল নর্দান লীগ শীর্ষ নেতা মাত্তেও সালভিনি।তিনি একাধারে টেকসই অবকাঠামো মন্ত্রনালয়ের দায়িত্তে আছেন।সালভিনি ক,বছর আগে যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন তার অধীনে দায়িত্ব পালনকারী মন্ত্রনালয়ের প্রশাসনিক শীর্ষ কর্মকর্তা মাত্তেও পিয়ান্তেদোজি এখন ইতালী প্রধানমন্ত্রী জর্জা মেলোনির স্বরাষ্টমন্ত্রী।জাঁদরেল আমলা হিসেবে পিয়ান্তোদোজিক্ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়া হয়েছে,অবৈধ অভিবাসন স,মূলে বন্ধ করে ভূমধ্য সাগরে আন্তর্জাতিক মানবপাচমরকারী চক্রের জনপ্রিয় গেইম রুট ভেঙ্গে দিতে।যা ছিলে সাম্প্রতিক নির্বাচনে বিজয়ী জোটের অন্যতম প্রধান প্রতিশ্রুতি।ইতালী প্রধানমন্ত্রী জর্জা মেলোনি অবশ্য মহান জাতীয় সংসদের প্থম অধিবেশনের শুরুতেই খুব স্পষ্ট করে জানিয়েছেন,তার সরকার ফ্লুসসি ডিক্রির অধীনে বিভিন্ন দেশ থেকে অভিবাসন প্রত্যাশীদের জন্য বৈধ রাস্তা চালু রাখতে বদ্বপরিকর ।এমনকি চলতি বছরের ডিসেম্বরে ক্রিসমার্চ,এর আগে ফ্লুসসি ঘোষনা দেয়ার,মন্ত্রীসভায় আলোচনা চলছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com