শফিকুল ইসলামঃ
বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সমূহ শুনতে শ্রোতাদের উদ্বুদ্ধ করতে নিরলস কাজ করে যাচ্ছেন নকলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও নালিতাবাড়ীর আম্বিয়া বেতার শ্রোতা ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক সিমানুর রহমান সুখন।
তিনি শ্রোতাদের নিয়মিত উদ্বুদ্ধ করতে উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের হাতে বাংলাদেশ বেতার কর্তৃক প্রচারিত ও প্রকাশিত বিভিন্ন ম্যাগাজিন, লিফলেট, পোষ্টার, হ্যান্ডবিল পৌঁছে দিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় নকলা প্রেস ক্লাবে হাজির হয়ে বাংলাদেশ বেতার কর্তৃক প্রকাশিত ও সম্পাদিত বহুল তথ্য সমৃদ্ধ দ্বি-মাসিক (ভাদ্র-আশ্বিন) ১৪২৯ বেতার বাংলা ম্যাগাজিন প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন এর হাতে তুলেদেন। দ্বি-মাসিক ম্যাগাজিনটি বাঙালি জনজীবনে অতি জরুরি; নকলা প্রেস ক্লাবের বেশ কয়েকজন নেতৃবৃন্দ তাৎক্ষণিক ম্যাগাজিনের কয়েকটি পৃষ্ঠা পড়ে এমনটাই বুঝতে পেরেছেন বলে তারা জানান।
এছাড়া ক্লাবের নিয়মিত আলোচনায় সিমানুর রহমান সুখন অংশ নিয়ে বলেন, অত্যাধুনিক তথ্য প্রযুক্তির প্রভাবে দিন দিন রেডিওর সংখ্যা কমলেও শ্রোতার সংখ্যা কমেনি। বাংলাদেশ বেতারের খবর, সচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন বিনোদনের অনুষ্ঠানসহ বিভিন্ন তথ্যবহুল অনুষ্ঠান এখন শ্রোতারা মোবাইলে এ্যাপস-এর মাধ্যমেও শুনে থাকে। তিনি বলেন, দেশে ১৫ মিনিট পর পর আবহাওয়া বার্তা প্রচার করে একমাত্র বাংলাদেশ বেতারেই। অতএব বাংলাদেশ বেতার শুনার কোন বিকল্প নেই। তাই তিনি বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সমূহ সকলকে নিয়মিত শুনার আহবান জানান। তিনি আরো বলেন, আমরা বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সমূহ শুনতে শ্রোতাদের উদ্বুদ্ধ করতে নিরলস কাজ করে যাচ্ছি। এর ফলশ্রুতিতে শেরপুরের নালিতাবাড়ীর আম্বিয়া বেতার শ্রোতা ক্লাবের সদস্যরা এ পর্যন্ত দুইবার বাংলাদেশ বেতারের শ্রোতাদের অংশ গ্রহন মূলক অনুষ্ঠান সেতু-তে অংশ গ্রহনের সুযোগ পেয়েছে।
বাংলাদেশ বেতারের শ্রোতা ধরে রাখতে ও বেতারের অনুষ্ঠান সমূহ শুনতে শ্রোতাদের উদ্বুদ্ধ করণের মাধ্যমে শ্রোতাদের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি করার কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান। এছাড়া বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ বেতারের শ্রোতা ক্লাব করার পরামর্শও দেন তিনি। পরামর্শ পেয়ে তাৎক্ষণিক বেশ কয়েকজন শ্রোতা ক্লাব করার আগ্রহ প্রকাশ করেন। এরমধ্যে এক শ্রোতা মনোয়ার হক বেতার শ্রোতা ক্লাব নামে একটি ক্লাব করার আগ্রহ প্রকাশ করেন এবং তার কাছে সার্বিক পরামর্শ কামনা করেন। পরে ওই আগ্রহী শ্রোতাকে প্রয়োজনীয় পরামর্শসহ সার্বিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতিদেন নকলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও নালিতাবাড়ীর আম্বিয়া বেতার শ্রোতা ক্লাবের অর্থ সম্পাদক সিমানুর রহমান সুখন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com