বছর জুড়ে খবরের পেছনে চারিদিকে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত মনকে একটু প্রশান্তি দিতে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে আনন্দ ভ্রমণের আয়োজন করে মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় কর্মরত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার (১৮ নভেম্বর ) সকাল সাড়ে ৬ টায় রাজৈর উপজেলা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কার্যালয় থেকে মাইক্রোবাস যোগে সুন্দরবনের দিকে রওয়ানা হন রাজৈরের সাংবাদিকবৃন্দ।
সকাল ১০ ঘটিকার দিকে সাংবাদিকদের বহনকারী মাইক্রোবাসটি মংলা বন্দরে পৌছলে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখতে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে পশুর নদী পার হয়ে সবাই চলে যান করমজল স্পটে।
সেখানে রাজৈরের বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ গ্রুপ ছবি, সেলফি আর সুন্দরবনের গহীনে বিভিন্ন প্রজাতির পশুপাখি, কুমির, হরিণ,বানর ইত্যাদির ছবি তুলতে মেতে ওঠেন।
দিনব্যাপী আয়োজিত আনন্দঘন যাত্রায় গান, আড্ডা ও খোশগল্পে মেতে উঠেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে কর্মরত সাংবাদিকবৃন্দ। সংগঠনের সিনিয়র সহ সভাপতি কণ্ঠশিল্পী শাওন করিম গান গেয়ে সবাইকে মেতে তুলেছিলেন।
এ সময় ক্রীড়া প্রতিযোগিতায় বোতলে টেনিস বল লাগানো খেলায় ১ম স্থান অধিকার রিয়াজ ফকির, ২য় স্থান অধিকার করেন আবুল হাসান ও ৩য় স্থান অধিকার করেন মেহেদী হাসান সোহেল।
দ্বিতীয় পর্বে লটারি প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন সুজন হোসেন রিফাত, ২য় স্থান অধিকার করেন মেহেদী হাসান সোহেল ও ৩য় স্থান অধিকার করেন মোক্তার হোসেন। খেলাধুলার পরপরই বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে আনন্দ ভ্রমনের সমাপণী করা হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজৈর উপজেলা শাখার সভাপতি এস এম ফেরদৌস হোসাইন ও সাধারণ সম্পাদক সুজন হোসেন রিফাতের নেতৃত্বে এই আনন্দ ভ্রমণে সংগঠনের তেরজন সদস্য সাংবাদিক অংশগ্রহণ করেন।
আনন্দ ভ্রমণে অন্যান্যের মধ্যে রাজৈর উপজেলার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি শাওন করিম , সহ সভাপতি মোক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল শিকদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী শেখ, কার্যনির্বাহী সদস্য রিয়াজ ফকির, কার্যনির্বাহী সদস্য এমারত হোসেন, রাকিবুল হাসান বাবুল, সোবায়েল খন্দকার, আবুল হাসান ও মাহমুদুল হাসান।
ফেরার পথে বাগেরহাটে জেলায় ১৫শত শতাব্দীতে নির্মিত হযরত খান জাহান আলীর ষাট গম্বুজ মসজিদ ও তার মাজার জিয়ারত করা হয়।
দিনব্যাপী আনন্দ ভ্রমণ শেষে শুক্রবার রাত ১০ ঘটিকায় নিরাপদে রাজৈরে পৌছে সাংবাদিকদের বহনকারী মাইক্রো বাসটি ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com