হাফিজুর রহমান শিমুলঃ সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা। শুক্রবার (৮ মার্চ) সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় নবযাত্রা প্রকল্পের জেন্ডার অফিসার লায়ল আঞ্জুমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন। তিনি তার বক্তব্যে বলেন নারী এখন আর অবহেলিত নয়, সমাজ তথা দেশের সার্বিক উন্নয়নে নারীরা বিশেষ অবদান রেখে চলেছে। রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে বিমান, ট্রেন সহ গুরুত্বপুর্ন কাজে অতি দক্ষতার সাথে কাজ করছে নারী। আজকের এইদিনে আমাদের শফত নিতে হবে যে, সমাজ ও দেশ গঠনে সকলেই একিভূত হয়ে কাজ করি, সোনার বাংলাদেশ গড়ি। কালিগঞ্জ প্রেসক্লাবের ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু'র সঞ্চালনায় নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, নবযাত্রা প্রকল্পের এম সি এইস এন অফিসার লিনা হেলেনা গোমেজ প্রমুখ। আলোচনার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে। দুইদিন ব্যাপী নারী উন্নয়ন মেলায় পৃথক ১১ স্টলে শোভা পাচ্ছে হস্তশিল্প সহ অনেক জিনিসপত্র।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com