প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১০:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২২, ৭:২২ এ.এম
বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরওবারের তিনজন নিহত
ঠাকুরগাঁও সদর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. কামাল হোসেন জানান, সকালে উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বিলডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মাসুদুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা বেগম (৪৫) ও তাদের মেয়ে মেহের নেগার সিমি (১৪)।সিমি লক্ষ্মীপুর এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলো বলে পুলিশ জানায়।
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় সন্তানসহ দম্পতির মৃত্যুপ্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি কামাল হোসেন বলেন, মাসুদুর মোটরসাইকেলে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হন। তারা মেয়েকে মাদ্রাসায় নামিয়ে দিতে যাচ্ছিলেন। পথে ঠাকুরগাঁওগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রহিমার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা মাসুদুর ও সিমিকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি আরও বলেন, বাসিটি বেপরোয়া গতিতে চলছিল বলে স্থানীয়রা জানিয়েছে। বাসটি আটক করা গেলেও চালক দুর্ঘটনার পরপরই পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com