প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৭:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২২, ৪:৩৫ পি.এম
গলাচিপা-দশমিনা আসনের বি এন পির সাবেক এমপি শাহজাহান খানের মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী-০৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নম্বর সদস্য শাহজাহান খান মারা গেছেন। দীর্ঘ ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল দশটায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক সত্তুর বছর। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা বি এন পির সাধারন সম্পাদক আবদুস সত্তার হাওলাদার।
তিনি অভিযোগ করেন, গত ৪ নভেম্বর রাতে পটুয়াখালী থেকে বরিশালে বি এন পির গন সমাবেশে যাওয়ার পথে গাবুয়া এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন শাহজাহান খান সহ ৭/৮ জন নেতাকর্মী। পরে শাহজাহান খানকে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে কিছুদিন চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার ল্যাব এইড হাসপাতালেই তিনি মারা যান।
মরহুম শাহজাহান খান স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গলাচিপা উপজেলা বি এন পির নেতাকর্মীদের মধ্যে।
ইশরাত মাসুদ
গলাচিপা, পটুয়াখালী।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com