শামীম , স্টাফ রিপোর্টার।
পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয় কর্তৃক প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে এবং তার প্রত্যক্ষ নির্দেশে, পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আহমাদ মাঈনুল হাসান মহোদয়ের নির্দেশনায়, জনাব এ কে এম আজমল হুদা, জেলা গোয়েন্দা শাখা,
পটুয়াখালীর নেতৃত্বে এসআই (নিঃ)/এম নজরুল ইসলাম,জেলা গোয়েন্দা শাখা, পটুয়াখালী, সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন বাঁশবুনিয়া(রামধুলা) ০৫নং ওয়ার্ড, আমখোলা ইউনিয়নের শাখারিয়া টু আমখোলা গামী সড়কে আকন বাড়ীর দরজায় মধু আকানের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে
আসামি ১) মোঃ সেলিম মিয়া(৪৫), পিতা- ইসমাইল মিয়া, মাতা-সাহা ভানু, সাং- এনায়েত নগর, ০৮ নং ওয়ার্ড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ, এ/পি সাং- বাঁশবুনিয়া(রামধূলা), ০৫ নং ওয়ার্ড, আমখোলা ইউপি, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী ২) ফলোয়ার বেগম(৪০), পিতা-আজাহার হাওলাদার, মাতা- রাহিমা বেগম, স্বামী- মোঃ সেলিম মিয়া, সাং- বাঁশবুনিয়া(রামধূলা),
০৫ নং ওয়ার্ড, আমখোলা ইউপি, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালীদ্বয়েকে ০১(এক) কেজি গাঁজা এবং ১০৭(একশত সাত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com