প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৮:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২২, ৪:৪৩ পি.এম
পিরোজপুরে মহান বিজয় দিবস-বুদ্ধিজীবি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মোঃ জিয়াউল হক
পিরোজপুর প্রতিনিধি।
পিরোজপুরে মহান বিজয় দিবস-বুদ্ধিজীবি দিবস ও পিরোজপুর মুক্তদিবস ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে জেলা প্রশাসন। ১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান, এনএসআই এর জয়েন্ট ডিরেক্টর আব্দুল কাদের, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজি, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ এবং রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় জাকজমকপূর্ণ অনুষ্ঠানের ১৬ ডিসেম্বর সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, ২১ বার তোপধ্বনি, সড়কে পতাকা সজ্জিতকরণ, পুষ্পমাল্য অর্পণ, স্টেডিয়ামে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জেলা প্রশাসকের সংবর্ধনা, পৌরসভায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির জন্য মসজিদে মোনাজাত, মন্দিরে প্রার্থনা, কারাগার, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন এবং আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়। বিজয় দিবসের দিন বিকালে পিরোজপুর স্টেডিয়ামে শহিদ ওমর ফারুক একাদশ বনাম শহীদ ফজলুল হক একাদশ এবং জেলা প্রশাসক একাদশ বনাম পৌরসভা একাদশ প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। এদিকে একই সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। ৮ ডিসেম্বর পিরোজপুর মুক্ত দিবস, আনন্দ উদ্দিপনার মধ্য থেকে উদ্যাপনের লক্ষে বিভিন্ন কর্মসূচিও প্রনয়ন করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com