এম হাফিজুর রহমান শিমুলঃ "কালকের পৃথিবীটা আমাদেরই হবে, বাংলা ভাষায় বিশ্বময় ছড়িয়ে রবে" এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ ঢাকা'র আয়োজনে দুই দিনব্যাপী সুন্দরবন সুরক্ষা আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জের বরসা রিসোর্ট সেন্টারে ঢাকা বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের সভাপতি কবি রিক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ ও বাংলাদেশের বিভিন্ন জেলার কবি সাহিত্যিকগণ উপস্থিতিতে সাহিত্য সম্মেলন উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনবন্ধু এসএম জগলুল হায়দার। প্রধান আলোচক ছিলেন আমেরিকা প্রবাসী বাতায়নের বিশিষ্ট কবি সালেম সুলেরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক এমএ মজিদ, বিশিষ্ট ছড়াকার আসলাম সানি, বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী পাবনার পরিচালক গবেষক ডক্টর কুয়াশা মাহমুদ, বিশিষ্ট কবি ও কলামিস্ট কর্নেল আশরাফ আল দীন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা কে এম আতিকুল ইসলাম, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক রিয়াল রুমেল। উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচ্য বিষয় জীববৈচিত্র সংরক্ষণে সুন্দরবনের ভূমিকা ও বিশ্বব্যাপী বাংলা ভাষার চর্চা। বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ থেকে প্রতিবছরের মত এবারও জুরি বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ ভারত ও আমেরিকা থেকে তিন জনকে সম্মাননা পদক ও অর্থ প্রদান করা হবে এবং বিশ জন কে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে। অনুষ্ঠান উপস্থাপনে ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কবি সুকুমার দাস বাচ্চু, কবি অর্চনা দাস, নিবেদিতা সরকার ও বেবি নাজনিন। অনুষ্ঠানের শতাধিক কবি সাহিত্যিক শিল্পী সাংবাদিক ও আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। দুইদিন ব্যাপী অনুষ্ঠানে কবিতা পাঠ, দুই বাংলার শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, সুন্দরবন ভ্রমণ ও সনদপত্র বিতরণ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com