কালিগঞ্জ উপজেলার দূদলী গ্রামে কোবলাকৃত সম্পত্তি জোর পূর্বক দখল ও হুমকি ধামকি দেওয়াসহ হয়রানীর প্রতিকার পাইতে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভূক্তভোগি পরিবার বুধবার সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু'র সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন দুদলী গ্রামের শেখ আবু রায়হানের পুত্র শেখ আল-মামুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা বর্তমানে খুবই অসহায় ও নির্যাতিত পরিবারের সদস্য হইতেছি।২০১৮ সালে একই গ্রামের তাসলিমা খাতুনের নিকট থেকে আমার পিতা ও মাতার নামে ৩৮৩৮/১৮ নং কোবলা দলিল মূলে ৬৪ শতক জমি ক্রয় করি। এর পর থেকে একই গ্রামের মৃত শেখ মহাতাব উদ্দিনের পুত্র ভুমিদস্যু, পরসম্পদ লোভী, আদালতের আদেশ অমান্যকারী আব্দুর রব, মাহাবুবর রহমান, রফিকুল ইসলাম ও মৃত রেফাজ উদ্দিনের পুত্র এলাকার চিহ্নিত রাজাকার বাবর আলী, শাহাদাৎ আলী, শাদীদ গংরা পূর্ব পরিকল্পিত ভাবে উক্ত সম্পত্তি জবর দখলের পায়তারা চালায়। সর্বশেষ গত ৯ মার্চ ২০১৯ তারিখে সকাল আনুমানিক ৯টার দিকে দেশীয় অস্ত্রে শস্ত্রে সর্জ্জিত হয়ে হামলা চালিয়ে আমাদের ক্রয়কৃত সম্পতি জবর দখল করে। এসময় তাদের হামলায় শেখ আব্দুর রহমান, আব্দুর রহিম ও আমাকে মারপিট করে ফুলা জখম করে। এঘটনায় ভুমি দস্যুদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোন ধরনের ব্যবস্থা গ্রহন করেনি। বাধ্য হয়ে জমি দখল, হুমকি ধামকি ও ভূমি সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধোর্তন প্রশাসনের দৃষ্ঠি আকর্ষন করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com